শহরের রাস্তায় ট্যাক্সি থামিয়ে 2 কোটি টাকা লুট, বিস্তারিত জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কলকাতায় ট্যাক্সি থামিয়ে দু’কোটি টাকা লুট । এই ঘটনার তদন্তে নেমে লালবাজারের গোয়েন্দারা শহর থেকেই তিনজনকে গ্রেফতার করেন ।

কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এবিষয়ে বলেন, “ধৃতদের নাম সরফরাজ, সঞ্জীব দাস, ঋজু হাজরা । তাদের আদালতে পেশ করা হলে 19 তারিখ পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ।”

ETV BHARAT

ট্যাক্সি থামিয়ে লুটে ধৃত (কলকাতা পুলিশ থেকে সংগৃহীত চিত্র)

লালবাজার সূত্রে খবর, সোমবার সন্ধেয় এসএন ব্যানার্জি রোড থেকে বিদেশি মুদ্রা বিনিময়কারী সংস্থার দু’জন কর্মী কয়েকটা ব্যাগে দু’কোটি টাকা নিয়ে যাচ্ছিলেন পার্ক সার্কাসে ব্যাংকের উদ্দেশে । জানা গিয়েছে, তাঁরা একটি ট্যাক্সি ভাড়া করে যাচ্ছিলেন । অভিযোগ, ফিলিপস মোড়ের কাছে তাঁদের ট্যাক্সি থামায় দুই অজ্ঞাতপরিচয় ব্যক্তি ।

আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন

ETV BHARAT

লুটের ঘটনায় গ্রেফতার (কলকাতা পুলিশ থেকে সংগৃহীত চিত্র)

তারা কথা বলার অছিলায় ট্যাক্সিতে উঠে পড়ে বলে অভিযোগ । এরপর ট্যাক্সিতে সওয়ার দুই কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ট্যাক্সিটিকে কিছুদূর নিয়ে যাওয়ার পর, জোরজবরদস্তি দুই কর্মীকে ট্যাক্সি থেকে নামিয়ে তাঁদের একটি অচেনা জায়গায় নিয়ে যায় দুষ্কৃতীরা । এরপর সেখান থেকেই ব্যাগে রাখা দু’কোটি টাকা লুট করে পালায় দুই দুষ্কৃতী ।

ETV BHARAT

পুলিশ হেফাজতে ধৃতরা (কলকাতা পুলিশ থেকে সংগৃহীত চিত্র)

পরে ওই দুই কর্মী তাঁদের সংস্থায় গোটা বিষয়টি ফোন করে জানান । এই ঘটনায় এন্টালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই সংস্থার এক আধিকারিক । তদন্তে নেমে পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি-র ফুটেজ সংগ্রহ করেছে ৷ এরপর ট্যাক্সিটি চিহ্নিত করে তার মালিকের সঙ্গে কথা বলে লুটেরাদের হুলিয়া চিহ্নিত করে পুলিশ । তারা ছাড়াও আরও একজন এই ঘটনায় জড়িত বলে জানতে পারেন তদন্তকারীরা ৷ তিনজনকেই গ্রেফতার করা হয় ৷ তবে আরও কেউ এই ঘটনায় যুক্ত আছে কি না সেই বিষয়টি আরও ভালোভাবে খতিয়ে দেখবেন তদন্তকারীরা ।

তদন্তে নেমে পুলিশের প্রাথমিক অনুমান, এই ঘটনার নেপথ্যে শুধুমাত্র এই তিনজনই রয়েছে এমনটা নয় ৷ বরং এর পেছনে আরও বেশ কয়েকজন যুক্ত থাকতে পারে ৷ তাদের খোঁজে ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ ৷ পাশাপাশি ধৃত তিনজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এই বিষয়টি পরিষ্কার করতে চাইছেন তদন্তকারীরা । এছাড়াও সংশ্লিষ্ট সংস্থার ওই দুই কর্মীকেও পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা ।

আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন