শহিদ ঝন্টু শেখের বাড়িতে গেলেন শুভেন্দু, কটাক্ষে বিঁধল তৃণমূল

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : এতদিন গেরুয়া শিবিরের কারুরুই পা পড়েনি জম্মুর উধমপুরে নিহত সেনা কমান্ডো ঝন্টু আলি শেখের বাড়িতে। যা নিয়ে রাজ্য বিজেপি নেতাদের তীব্র কটাক্ষ করে তৃণমূল এবং সিপিএম। এমনকি এও শোনা গিয়েছিলে ঝন্টু মুসলিম বলে তাঁর বাড়িতে পদ্ম নেতারা পা রাখেন নি। অবশেষে সব অপবাদকে পেছনে ফেলে মঙ্গলবার দুপুরে ঝন্টুর বাড়িতে পৌঁছে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (BJP leader Suvendu Adhikari)। নিহত সেনা কামান্ডোকে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাঁদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিলেন শুভেন্দু।

আরও পড়ুন : জানুন প্রবল গরমে সান স্ট্রোক প্রতিরোধে করণীয় ?

এদিন শুভেন্দু অধিকারী তেহট্টে নিহত ঝন্টুর আলি শেখের (Jhantu Ali Sheikh) বাড়িতে পৌঁছে তাঁর আত্মীয়-পরিজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান। সঙ্গে তাঁদের হাতে তুলে দেন আর্থিক সাহায্য। ঝন্টুর স্ত্রী এবং তাঁদের দুই সন্তানের সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেন শুভেন্দু।

আরো পড়ুন : কখন “টিউমার’ ক্যান্সারে পরিনত হয় ? জানুন সঠিক তথ্য

কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামালার পর উধমপুরে সেনা-জঙ্গি সংঘর্ষে প্রাণ হারান ঝন্টু আলি শেখ। ঝন্টুর মৃত্যুর খবর সামনে আসতেই তাঁর পরিবারকে ফোন মারফৎ সমবেদনা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে নদিয়ায় একটি অডিও ভাইরাল হয়। অডিওতে দুই বিজেপি নেতাকে বলতে শোনা যায়, ‘নিহত ঝন্টু শেখের বাড়িতে গেলে আমাদের ভোট বাড়বে না।’ (অডিওর সত্যতা যাচাই করেনি বাংলা নিউজ দুনিয়া) তবে বিজেপি নেতারা শহিদ জাওয়ানের বাড়িতে না গেলেও সেখানে গিয়েছিলেন কংগ্রেস এবং সিপিএম নেতারা।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

এদিকে, এতদিন পর ঝন্টুর বাড়িতে শুভেন্দু অধিকারী পৌঁছতেই তাঁকে নিয়ে কটাক্ষের সুরে নদিয়া জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি তথা তৃণমূলের প্রবীণ নেতা বাণী রায় বলেন, যাক, দেরিতে হলেও ওঁদের বিলম্বিত বোধোদয় হয়েছে। বিরোধী দলনেতা এবং বিজেপি বিধায়করা যদি ওঁদের বাড়ি গিয়ে এই মানবতার কথা শিখে আসতে পারেন, তা হলে ওঁদেরই মঙ্গল।’ তবে তৃণমূল নেতার এহেন মন্তব্য নিয়ে পালটা ব্যঙ্গাত্মক সুরে শুভেন্দুর সফরসঙ্গী এক বিজেপি নেতা বলেন, ‘আমরা কোন নিহত সেনা জওয়ানের বাড়িতে কবে যাব, তার কৈফিয়ত আমরা তৃণমূল, কংগ্রেস (Congress) বা সিপিএমকে (CPIM) দেব না। মুর্শিদাবাদে যেসব মানুষ ঘরছাড়া হয়েছেন, তাঁদের দিকে নজর দিন।’

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন