শাহী ইদগাহ বিবাদ মামলায় বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : মথুরার শাহী ইদগাহ মসজিদকে ‘বিতর্কিত সৌধ’ হিসাবে গণ্য করা হবে না। হিন্দু পক্ষের আবেদন খারিজ করে জানিয়ে দিয়েছে ইলাহাবাদ হাইকোর্ট। ফলে মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি এবং শাহী ইদগাহ বিবাদ মামলায় একটি বড়সড় ধাক্কা খেল হিন্দু পক্ষ।

আরও পড়ুন : বিজেপি ছেড়ে তৃণমূলের পথে? দেখুন কি বললেন দিলীপ ঘোষ

মথুরার শাহী ইদগাহ মসজিদ ঘিরে বিতর্ক দীর্ঘদিন ধরে চলছে। এই সংক্রান্ত একাধিক মামলা চলছে ইলাহাবাদ হাইকোর্টে।বিচারপতি রাম মনোহর নারায়ণ মিশ্রের একক বেঞ্চ এই মামলার শুনানি করছিল। তাঁর পক্ষ থেকে পরবর্তী শুনানির তারিখ দেওয়া হয়েছে। পরবর্তী শুনানি হবে ২ আগস্ট। ইলাহাবাদ হাইকোর্ট জানিয়েছে যে উপলব্ধ তথ্য এবং আবেদনের ভিত্তিতে, মথুরার শাহী ইদগাহকে এখনও বিতর্কিত কাঠামো হিসাবে ঘোষণা করা হয়নি।

তবে ভবিষ্যতে করা যেতে পারে। অন্যদিকে, হিন্দু পক্ষ দাবি করেছে যে ইদগাহটি শ্রীকৃষ্ণের প্রাচীন জন্মস্থানে নির্মিত হয়েছিল। মন্দির ভেঙে এটি তৈরি য়েছিল। আপাতত, সকলের নজর পরবর্তী শুনানির দিকে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন