শিক্ষক নেতাদের পুলিশি হাজিরা, হাইকোর্টের নির্দেশে নয়া মোড়

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কলকাতা হাইকোর্ট সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেছে, যেখানে দুজন শিক্ষক নেতাকে আগামী কাল সকাল ১০টায় থানায় হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশটি শিক্ষক মহলে এবং রাজ্য রাজনীতিতে আলোড়ন সৃষ্টি করেছে। আদালত একইসাথে জানিয়েছে যে, আপাতত এই দুই নেতার বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ নেওয়া হবে না, যা রাজ্য সরকারের দেওয়া আশ্বাসের ভিত্তিতে একটি স্বস্তিদায়ক বার্তা।

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

 

আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, শিক্ষক নেতাদের আইনজীবীদের মতে, প্রায় দেড় হাজার আন্দোলনকারীর মধ্যে থেকে বেছে বেছে এই দুজনকেই কেন ডাকা হলো, সেই বিষয়ে প্রশ্ন উঠেছে। তারা পুলিশের পদক্ষেপের গ্রহণযোগ্যতা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন। অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নির্দিষ্ট সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা চলছে। এমনকি, চাকরি প্রার্থীদের হয়ে দেশের শীর্ষস্থানীয় আইনজীবীরা সওয়াল করছেন বলেও উল্লেখ করা হয়। সরকারপক্ষের আইনজীবীরা আন্দোলনকারীদের আচরণের সমালোচনা করে বলেন, গেট ভাঙা, পুলিশের ব্যারিকেড ভাঙা এবং পুলিশ কর্মীদের মারধরের মতো ঘটনা শিক্ষকদের আচরণের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই প্রসঙ্গে মন্তব্য করেন যে, শিক্ষকদের মনে রাখতে হবে তাঁরা কোন পেশার সঙ্গে যুক্ত এবং সেই অনুযায়ী তাঁদের আচরণ করা উচিত। অভিযোগগুলি অত্যন্ত গুরুতর বলেও তিনি উল্লেখ করেন।

বিক্ষোভের স্থান পরিবর্তন প্রসঙ্গে আদালত একটি বিকল্প প্রস্তাব দিয়েছে। বিকাশ ভবনের সামনে বিক্ষোভ না করে সেন্ট্রাল পার্কে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভ করা যেতে পারে বলে জানানো হয়েছে। সরকার সেখানে বায়ো-টয়লেট এবং জলের মতো প্রয়োজনীয় ব্যবস্থা করবে বলেও আশ্বাস দিয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন