শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার গাড়ি ভাড়া লাফিয়ে বাড়ছে, কিন্তু কেন?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  শিলিগুড়ি থেকে সিকিমের পথে চলছে দুর্ভোগের ট্রাফিক নাটক। ১০ নম্বর জাতীয় সড়কে মেরামতির কাজ শুরু হতেই প্রশাসনের পক্ষ থেকে সাময়িক যান চলাচল নিয়ন্ত্রিত হওয়ায় বেড়েছে ভাড়া, সময় ও যন্ত্রণা—সবই একসঙ্গে।

জাতীয় সড়কের সেবক-রংপো রুটে রাস্তা বন্ধ থাকায় বিকল্প পথ ধরতে হচ্ছে চালকদের। এই ঘুরপথে যেতে হচ্ছে গরুবাথান, লাভা, লোলেগাঁও, আলগারা হয়ে। ফলে সময় দ্বিগুণ, খরচও দ্বিগুণ। চালকরা ভাড়া বাড়ানোর কারণ হিসেবে সময় ও জ্বালানি ব্যয়ের যুক্তি দিচ্ছেন।

একটি সাধারণ শেয়ার গাড়িতে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে যেখানে ৪০০ টাকা ভাড়া ছিল, এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৮০০ টাকা। পুরো গাড়ি ভাড়া করলে লাগছে ৯ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত। যাত্রীদের অভিযোগ, এই অজুহাতে অতিরিক্ত অর্থ আদায় করা হচ্ছে।

চালকদের তরফে জানানো হয়েছে, ঘুরপথে এতটাই সময় লাগছে, তেলের খরচও বেড়ে গেছে। তাই ভাড়া কিছুদিন এরকম থাকবে। এক যাত্রী মনন শর্মা জানান, “ছেলে বেঙ্গালুরু যাবে, তাকে ট্রেন ধরানোর তাড়া ছিল। রোড ব্লক থাকায় যাত্রী কম। ফলে শেয়ার গাড়ি ভরছে না বলে ছাড়ছেও না চালক। পুরো গাড়ি ভাড়া করতে হল। শুধু ২ জনের জন্য অনেক টাকার ধাক্কা হয়ে গেল। উপায় নেই তাই যেতেই হচ্ছে। এক চালক রবিন থাপা জানান, ঘুরপথে নিত্যযাত্রী পাওয়া যাচ্ছে না। তাই গাড়িভর্তি না হলে ছাড়লে লোকসান হবে। ফলে অনেক চালক স্ট্যান্ডে অপেক্ষা করতেই বাধ্য হচ্ছেন।

এই পরিস্থিতি কতদিন চলবে, তা নির্ভর করছে রাস্তা সংস্কারের গতির ওপর। ১৭ ও ১৯ মেও পুরোপুরি বন্ধ থাকবে রাস্তা।  তারপর প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রশাসনের পক্ষ থেকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে, তবে যাত্রীদের ধৈর্য ধরে যাত্রা করতে হবে।

ন্যাশনাল হাইওয়েজ অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের তরফে ১০ মে বিজ্ঞপ্তি জারি করে ১০ নম্বর জাতীয় সড়কে গাড়ি যাতায়াত সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানানো হয়। বলা হয়, ১২ থেকে ১৯ মে পর্যন্ত নিয়ন্ত্রিত হবে যান চলাচল। এর মধ্যে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ ছিল। ১৭ ও ১৯ তারিখ একইভাবে বন্ধ থাকবে রাস্তা।

ঘুরপথে গাড়ি চালানোর খরচ বেশি, সেই অজুহাতে একধাক্কায় ভাড়া দ্বিগুণ চাওয়ার অভিযোগ উঠছে। সাধারণত শিলিগুড়ি থেকে সিকিমের গ্যাংটক অবধি যেতে শেয়ার গাড়িতে মাথাপিছু ৪০০ টাকা ভাড়া গুনতে হয়। এদিন সেই অঙ্ক বেড়ে দাঁড়ায় ৮০০ টাকায়। ছোট গাড়িতে শুধু নামিয়ে দিয়ে এলে সাড়ে চার হাজার টাকা খরচ হত। এদিন চাওয়া হয়েছে গড়ে ৯ থেকে ১০ হাজার টাকা।

আরও পড়ুন:- ‘হেরাফেরি’ 3 থেকে সরে দাঁড়ালেন ‘বাবুভাইয়া’ পরেশ রাওয়াল, কিন্তু কেন ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন