Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শিশির অধিকারী কি বিজেপিতে ? তিনি কি এবার তৃণমূল ছাড়বেন, তা নিয়ে শুরু হয়েছিল জোর চর্চা। এদিকে এবার শিশির অধিকারীকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে অপরসারণের পর দিনই তা স্পষ্ট করে দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এই দিন মুকুল রায় বলেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিয়েছে যেদিন, সেই দিনই শিশির অধিকারী এসে গিয়েছেন বিজেপিতে।
প্রসঙ্গত বিজেপি নেতা মুকুল রায়ের কথায়, তৃণমূল হলো একটা পারিবারিক রাজনৈতিক দল। তাঁরা শিশিরদাকে সরিয়ে দিয়েছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে। তার জায়গায় অখিল গিরি সেই পদে এসেছেন। আর এই ঘটনার পর জোর জল্পনা তৈরি হয় শিশির অধিকারীর বিজেপিতে যোগ নিয়ে। সেই প্রসঙ্গে বিজেপি নেতা মুকুল রায় চাঞ্চল্যকর দাবি করেন, উনি তে বিজেপিতে এসেই গিয়েছেন। তার ছেলে এসেছে আবার কী। তার আসা শুধু সময়ের অপেক্ষা।
আরো পড়ুন :- আগত বিধানসভা ভোটে জঙ্গিপুর লোকসভার অন্তর্গত ৭ বিধানসভায় কার পাল্লা ভারী দেখুন
উলেখ্য গত ১৯শে ডিসেম্বর শুভেন্দু অধিকারী তৃণমূলের সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে বিজেপিতে যোগ দিয়েছিলেন। তার পর শুভেন্দুর ছোট ভাই কাঁথি পুরসভার প্রাক্তন প্রশাসক সৌমেন্দু অধিকারী যোগ দিয়েছিলেন বিজেপিতে। তাই দুই ভাই বিজেপিতে এলেও তাদের বাবা শিশির অধিকারী আর সেজ ভাই সাংসদ দিব্যেন্দু অধিকারী এখন তৃণমূলেই রয়েছেন। কিন্তু এবার শিশির অধিকারীকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে সরানোর পর জোর জল্পনা শুরু হয়েছে।
Highlights
1. শিশির অধিকারী কি বিজেপিতে ?
2. শিশির অধিকারীকে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্যদের চেয়ারম্যানের পদ থেকে সরানোর পর জোর জল্পনা শুরু হয়েছে
#BJP # শিশির অধিকারী