শিশুর মানসিক বিকাশ ঘটাতে পারে গিফটের পুতুল। কোন বয়সে কোন পুতুল দেবেন ?

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পুতুল শুধু রঙিন ও আকর্ষণীয় হলেই চলবে না, দেখতে হবে সেটা শিশুর বয়স, বুদ্ধিবৃত্তিক বিকাশ ও নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না।

যেমন – Alphabet Doll, Talking Doll। অক্ষর, সংখ্যা শেখায়। বয়স: ২–৫ বছর

শিশুর স্পর্শে আরামদায়ক, ঘুমের সঙ্গী হিসেবে আদর্শ। বয়স: ১–৩ বছর

যেমন – ডাক্তারের পুতুল, রান্নার পুতুল। শিশুর সামাজিক ভূমিকা শেখে। বয়স: ৩–৬ বছর

যেমন – ভারতীয় বা বাংলার পোশাকে সাজানো পুতুল। শিশুকে শিখায় সংস্কৃতি। বয়স: ৫–১০ বছর

আরও পড়ুন:- পুং হরমোন টেস্টোস্টেরন বাড়ায় এই ব্যায়ামগুলো, রোজ অন্তত ৫ মিনিট করুন

কাপড় বদলানো যায় এমন পুতুল; সৃজনশীলতা বাড়ায়। বয়স: ৪+ বছর

অডিও স্টোরি বা আলোর মাধ্যমে গল্প বলে, ঘুমের আগে আদর্শ। বয়স: ৩–৭ বছর

কাঠ, তুলো বা কাপড়ের তৈরি পুতুল – টক্সিক ফ্রি ও টেকসই। বয়স: সব বয়সেই উপযুক্ত

পশুপাখির পুতুল শিশুকে প্রকৃতি ও ভালোবাসা শেখায়।

বোলচাল, গান, নড়াচড়া করে এমন পুতুল শিশুর ইন্টার‌্যাকশন উন্নত করে।

পার্সোনালাইজড গিফট – জন্মদিনে সবচেয়ে স্মারক উপহার হতে পারে।

আরও পড়ুন:- থাইরয়েডের সমস্যায় ভুগছেন? সমাধান আছে এসব খাবারে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন