Bangla News Dunia, Pallab : শুকনো বাত ও জোরালো ব্যথার জন্য কার্যকরী হোমিওপ্যাথি ওষুধ !
আপনার কি শুকনো বাত, সন্ধিতে ব্যথা, বুকের ব্যথা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে ?এক জায়গায় নড়াচড়া না করলে কি আরাম লাগে, কিন্তু নড়াচড়া করলেই ব্যথা বেড়ে যায় ? তাহলে Bryonia Alba হতে পারে আপনার সমস্যার কার্যকরী সমাধান !
আরও পড়ুন : প্রচন্ড গরমে রোদ লেগে মাথা যন্ত্রণা ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি ওষুধ
✅ Bryonia Alba কেন উপকারী?
💠 শুকনো বাত ও সন্ধির ব্যথা – জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিস বা বাতের সমস্যায় উপকারী।
💠 নড়াচড়া করলে ব্যথা বেড়ে যায় – এক জায়গায় স্থির থাকলে স্বস্তি পাওয়া যায়।
💠 বুকের ব্যথা ও শ্বাসকষ্ট – শুকনো কাশির কারণে বুক ব্যথা হলে উপকারী।
💠 কোষ্ঠকাঠিন্য – শক্ত ও শুকনো মল, তীব্র পিপাসা এবং শরীর শুষ্ক হয়ে গেলে কার্যকর।
💠 জ্বর ও ঠান্ডা – শরীর গরম ও শুষ্ক থাকে, কিন্তু ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে।
🔥 Bryonia Alba-এর লক্ষণ
✔️ নড়াচড়া করলে ব্যথা বাড়ে, কিন্তু এক জায়গায় স্থির থাকলে আরাম লাগে।
✔️ মুখ শুকিয়ে যায়, অতিরিক্ত তৃষ্ণা লাগে, ঠান্ডা পানি খেতে ইচ্ছা করে।
✔️ শুকনো কাশি বা বুকের ব্যথায় বুক ধরে আসে।
✔️ গরম আবহাওয়ায় বা বেশি পরিশ্রম করলে শরীর খারাপ হয়।
🌿 কিভাবে ব্যবহার করবেন?
🔹 সাধারণত 6X, 30, 200, 1M শক্তিতে ব্যবহৃত হয়।
আরও পড়ুন : ৮ ঘণ্টার জায়গায় ৬ ঘণ্টা ! রাজ্যের এই কর্মীদের ডিউটির সময় কমিয়ে আনলো নবান্ন