Bangla News Dunia , জ্যোতিষ ভারতী শ্রী নীলাদ্রি মিশ্র :- জ্যোতিষ শাস্ত্র মতে , দুর্গাপুজোর আগে পর্যন্ত বহু রাশির ভাগ্যে ধনবর্ষণ আসন্ন। আর মা দুর্গা আসার আগে এই সময়ে মা লক্ষ্মীর কৃপা পেতে চলেছেন একাধিক রাশির মানুষেরা। এক বিশেষ শুভ যোগের ফলে বহু রাশি লাভের মুখ দেখতে চলেছে। ২০২৩ সালে দুর্গাপুজোর মহাষষ্ঠী পড়ছে ২০ অক্টোবর। আর তার আগে সদ্য ৭ অগস্ট থেকে কর্কট রাশিতে শুক্র প্রবেশ করেছে। ফলে তৈরি হয়েছে গজলক্ষ্মী রাজযোগ। এই সুখের যোগের ফলে ২ অক্টোবর পর্যন্ত বহু রাশি আর্থিকভাবে উন্নতির রাস্তা দেখতে পাবে। দেখে নেওয়া যাক, কোন কোন রাশি ভাগ্যবান হতে চলেছে —
আরো পড়ুন :- রাখী পূর্ণিমায় তৈরি হচ্ছে বিশেষ শুভ যোগ ! ভাগ্য খুলবে বেশ কিছু রাশি
১. মিথুন : কোনও উপহার হঠাৎ করে আসতে পারে। আপনার জীবনে আসতে পারে আর্থিক উন্নতি। আপনার আর্থিক পরিস্থিতি ভালো হতে পারে। ধন সঞ্চয় ও বিনিয়োগে লাভ পেতে পারেন।
২. কর্কট : কর্কটে শুক্রের গোচরের ফলে একাধিক রাশি লাভের মুখ দেখতে চলেছেন। এই রাজযোগের ফলে প্রবল ধনবর্ষণ হতে পারে। আর্থিক দিক থেকে আপনি সুখের পরিস্থিতিতে থাকতে পারবেন। পারিবারিক জীবন ভালো হবে।
৩. তুলা : আর্থিক দিক থেকে বিপুল আর্থিক সাফল্য পেতে পারেন। কোনও বড় সুযোগ আপনার হাতে আসতে পারে। আপনার পেশাগত পরিস্থিতি আগের থেকে ভালো হতে পারে। এরই সাথে বিভিন্ন দিক থেকে হবে বৃদ্ধি।
৪. মকর : এই রাজযোগের ফলে নানান দিক থেকে পাবেন সুযোগ সুবিধা। আপনার জীবনে সুখ সুবিধার কমতি হবে না। আপনি সমস্ত সময়ে আনন্দ উপভোগ করতে পারবেন। বহু দিন ধরে চলে আসা সমস্যা থেকে পাবেন মুক্তি।
আরো পড়ুন :- বছরের শেষ ছয় মাস ভাগ্য খুলবে বেশ কিছু রাশির ! দেখুন রাশি অনুযায়ী তথ্য
আরো পড়ুন :- বাস্তু মতে ঘুমনোর সময় মাথার কাছে রাখুন কিছু জিনিষ, বদলে যাবে আপনার জীবন
আরো পড়ুন :- দাম্পত্য অশান্তিতে জর্জরিত ? দাম্পত্য অশান্তি দূর করুন খুব সহজে
জ্যোতিষ সম্বন্ধিত আরো খবরের জন্য আমাদের চ্যানেল ফলো করুন
————————————————————————
জ্যোতিষ ভারতী শ্রী নিলাদ্রী মিশ্র
বাস্তু , বিবাহ , ব্যবসা , মাঙ্গলিক দোষ , শত্রুদমন , ভাগ্য বিচার , কুষ্টি বিচার , চাকরি , প্রেম , কালসর্প দোষ , গ্রহণ দোষ , শনির সাড়েসাতি যে কোনো সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন।
চেম্বার – কোলকাতা , ব্যারাকপুর , খড়গপুর , হলদিয়া , মহিষাদল , ডেবরা , মেদিনীপুর
ফোন – 7384311482 , 7908533644 , 9933929211 , 6291733349 ( অনলাইন এর মাধ্যমেও যত্ন সহকারে প্রেডিকশন দেওয়া হয়)