শুক্রের দয়ায় জুন থেকে বিলাসিতার জীবন ৪ রাশির, বড়লোক হওয়া পাকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্যোতিষে শুক্র গ্রহকে টাকা-পয়সা, সম্পত্তি, বিলাসিতা, প্রেম, সম্পর্কের কারক বলে মনে করা হয়। শুক্র ৩১ মে মেষ রাশিতে গোচর করতে চলেছে। শুক্রের গোচর খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শুক্রের এই গোচর সকাল ১১টা ১৭ মিনিটে হবে। শুক্র বৃষ ও তুলা রাশির স্বামী। কোষ্ঠীতে যদি শুক্র ভাল অবস্থায় থাকে তাহলে সব ধরনের সুখ-সুবিধা পাওয়া যায়। জ্যোতিষশাস্ত্র অনুসারে, শুক্রের এই গোচরে কিছু রাশিদের লাভ হবে আর কিছু রাশির ক্ষতি হব। আসুন জেনে নিই শুক্রের গোচরে কোন কোন রাশির জীবনে সুখ আসবে।

মেষ রাশি
ব্যবসায় উন্নতির প্রবল যোগ রয়েছে। পড়ুয়াদের জন্য এই সময় ভাল যাবে। দাম্পত্য জীবনে সুখ আসবে। স্বাস্থ্য শুধরাবে। আর্থিক লাভ হতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা হবে। সহকর্মীদের সঙ্গ পাবেন। সঙ্গীর সঙ্গে সব ধরনের মতবিরোধ মিটবে।

সিংহ রাশি
সিংহ রাশিদের জন্য এই গোচর খুবই শুভ প্রমাণিত হবে। নতুন লোকেদের সঙ্গে পরিচয় হবে, যেটায় লাভ হবে। আয় বৃদ্ধি হবে। ব্যবসা থেকে লাভ হবে। সমাজে মান-সম্মান বাড়বে। দাম্পত্য জীবন ভাল থাকবে। মা-বাবার সঙ্গে সম্পর্ক ভাল হবে। কোনও নতুন দায়িত্ব পেতে পারেন কর্মক্ষেত্রে।

ধনু রাশি
ধার্মিক কাজে রুচি বাড়বে। আয়ের নতুন পথ খুলে যাবে। পরিবারের সঙ্গে আরও বেশি করে সময় কাটাতে পারবেন। এতে সম্পর্ক আরও মজবুত হবে। হঠাৎ করে অর্থ উপার্জন হবে। শরীর-স্বাস্থ্য ভাল থাকবে। সুখের কোনও কমতি হবে না।

মকর রাশি
স্বাস্থ্য শুধরাবে। ঋণ বা খরচ থেকে সাবধান থাকুন। অর্থলাভ হওয়ার যোগ রয়েছে। জীবনে সুখ-সমৃদ্ধি বাড়বে। দাম্পত্য জীবন সুখের হবে। বেতন বাড়বে।

(Disclaimer: এখানে প্রদত্ত তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। বাংলা নিউস দুনিয়া এটি নিশ্চিত করে না।) 

আরও পড়ুন:- AC চালানোর ৫ ভুলেই বাড়ে বিদ্যুৎ বিল, টাকা বাঁচাতে এই কাজ করুন

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন