শুক্রের রাজযোগে জীবন পরিবর্তন এই ৩ রাশির, বিশাল সুখ-উন্নতি

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- জ্যোতিষ মতে, ১০০ বছর পর শুক্রের ৩টি রাজযোগ তৈরি হতে চলেছে। যার ফলে ভাগ্য বদলাবে ৩ রাশির জাতকদের। চাকরি-ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। জেনে নিন বিশদে…

বৃষ রাশি (Taurus): 

কপাল খুলবে বৃষ রাশির জাতকদের। অর্থলাভ হবে। বিনিয়োগের জন্য ভাল সময়। চাকরিতে পদোন্নতি হতে পারে। ব্যবসায় লাভ হবে।

কন্যা রাশি (Virgo): 

ভাগ্য়োদয় হবে কন্যা রাশির জাতকদের। কেরিয়ারে সাফল্য আসবে। সমাজে সুনাম বাড়বে। ব্যবসায়ীরা লাভবান হবেন। পড়ুয়াদের জন্য ভাল সময়।

আরও পড়ুন:- পিএম কিষান যোজনার 2000 টাকা পেতে যে কাজটি কৃষকদের করতেই হবে, জেনে নিন

মিথুন রাশি (Gemini): 

মিথুন রাশির জাতকদের জন্য ভাল সময়। সমাজে সুনাম বাড়বে। অর্থলাভের যোগ রয়েছে। দাম্পত্য সুখ বাড়বে।

অন্য দিকে, জ্যোতিষ মতে,  আগামী ৬ জুলাই পূর্বাফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কেতু। এর প্রভাবে বৃষ, তুলা ও কুম্ভ রাশির জাতকদের কপাল খুলবে। আগামী ১৩ জুলাই বক্রী হতে চলেছে শনি। যার প্রভাবে কপাল খুলবে বৃষ, কর্কট ও মীন রাশির জাতকদের। জ্যোতিষ মতে, জুলাই মাসে তৈরি হবে বুধাদিত্য রাজযোগ ও মালব্য রাজযোগ। এই দুই রাজযোগের প্রভাবে লাভবান হবে বৃষ, বৃশ্চিক, ধনু ও কর্কট রাশির জাতকরা। জ্যোতিষ মতে, জুলাই মাসে মিথুন রাশিতে উদিত হবে বৃহস্পতি। এর ফলে তৈরি হবে ধনলক্ষ্মী রাজযোগ। যার প্রভাবে কপাল খুলবে মেষ , কন্যা ও তুলা রাশির জাতকদের।

(Disclaimer: এখানে দেওয়া তথ্য সাধারণ বিশ্বাস এবং তথ্যের উপর ভিত্তি করে। বাংলা নিউস দুনিয়া এটি নিশ্চিত করে না।)

আরও পড়ুন:- খালি পেটে বাচ্চাদের এসব খাওয়ালে বিপদ, বাবা-মায়েদের জানা দরকার

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন