Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- শুধুই আর্থিক অনটনে ভোগেন ? অশুভ শক্তির প্রভাব কমিয়ে , বাধাবিপত্তি কাটিয়ে জীবনে উন্নতির ক্ষেত্রে বাস্তু শাস্ত্রে প্রতিকার আছে। তার মধ্যে একটি হল নুন। অবাক হচ্ছেন ? সংসারের কল্যাণে বিপদমুক্ত থাকতে টাকা পয়সা কত অনেক টাকা পয়সা খরচ করেন, সেসব করার আগে নুন ব্যবহার করেও দেখতে পারেন।
বিশেষ বিজ্ঞপ্তি :- বর্তমান সময়ে আমরা সকল দেশ বাসি করোনা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছি। দেশে করোনা মারাত্মক আকার ধারণ করেছে। এই অবস্থায় নিজের ও নিজের পরিবারের খেয়াল রাখুন। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোবেন না। আপনার সময় আসলে ভ্যাকসিন নিন। এতে করোনা থেকে মুক্তি পাবেন। ভয় পাবেন না নিয়ম মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও অপরকে সুস্থ রাখুন। একদিন খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় আসবে।
আরো পড়ুন :- এবার BBC ও Global Times – এর আদলে বিশ্ব দরবারে আসছে ভারতের সরকারি মিডিয়া