Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আধার কার্ড (Aadhaar Card) ভারতবর্ষের প্রত্যেক জনতার কাছে কতটা গুরুত্বপূর্ণ নথি তা আলাদা করে বলার নয়। এটি যে শুধুমাত্র পরিচয়পত্র তা কিন্তু নয়। বরং বর্তমানে এটি একটি ডিজিটাল চাবিকাঠি। তবে আধার কার্ড হল এমন একটি নথি যে এটি সঙ্গে থাকলে শুধু পরিচয়পত্র হিসেবে নয়, বরং আরও ৬টি বিশেষ সুবিধা পাওয়া যাবে। যা কিন্তু অনেকেই জানেন না।
Aadhaar Card Benefits In India
আপনারা সবাই জানেন এখন সর্বত্র প্রয়োজন হয় আধার কার্ড (Aadhaar Card) এই আধার কার্ড সংরক্ষিত রাখে আপনার সকল তথ্য, আপনার পরিচয়, এর পাশাপাশি সমস্ত সরকারি সুযোগ-সুবিধা ইত্যাদি। এছাড়াও আধার কার্ড সঙ্গে থাকলে অতিরিক্ত কিছু সুযোগ সুবিধা পাওয়া যায়। কেন্দ্রীয় সরকারের (Central Government) তরফে যে আধার কার্ডের প্রয়োজনীয়তা বলা হয়, তার মধ্যে আছে অতিরিক্ত ছয়টি সুবিধাও। এই ছয়টি সুবিধা সম্পর্কে এই প্রতিবেদনে আলোচনা করা হল।
আধার কার্ড থাকলে যে ছয়টি সুবিধা পাবেন
১) সর্বত্র প্রয়োজনীয় ডকুমেন্ট
এই প্রথম সুবিধাটি আপনারা সবার জানেন। এই আধার কার্ড পাসপোর্টে আবেদন থেকে স্কুল ভর্তি, নতুন গ্যাস সংযোগ নেওয়া, কিংবা চাকরির সময় ঠিকানার প্রমাণ জমা দিতে যাওয়া সবকিছুতেই একমাত্র প্রমাণ হিসেবেই বৈধ হয়। সঙ্গে আধার কার্ড থাকলে তাই আলাদা করে আর চিন্তা নেই।
২) আয়কর ফাইলিং
আয়কর ফাইলিংয়ের জন্যও আধার কার্ড একটি গুরুত্বপুর্ণ ডকুমেন্ট হিসেবে ব্যবহৃত হয়। বারবার সরকারের তরফে বলা হচ্ছে, প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করার জন্য। আসলে আয়কর দাখিল করা ব্যক্তিরা আধারের মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন করলে সেক্ষেত্রে আয়কর ফাইলিং করা খুব সহজ হবে ও দ্রুত হয়।
৩) mAadhaar অ্যাপ
mAadhaar অ্যাপটির বিষয়ে হয়তো আপনারা কমবেশি অনেকেই জানেন। আপনার ফোনে যদি mAadhaar অ্যাপটি থাকে, তাহলে আধারের নিয়ন্ত্রণ থাকবে আপনার নিজের হাতেই। যে কোনো কাজ যেমন কিউআর কোডের মাধ্যমে পরিচয় দেখানো, নতুন তথ্য আপডেট করা, বা বায়োমেট্রিক লক করা সবকিছু এই অ্যাপ থেকে খুব সহজেই করতে পারবেন।
৪) ব্যাংক একাউন্টে সুবিধা
ব্যাংকে অ্যাকাউন্ট খোলার সময় আধার কার্ড দরকার হয়। আগে যখন আধার কার্ড থাকতো না, তখন অ্যাকাউন্ট খোলার জন্য সিম নিতে বা অনেক কাগজপত্র জোগাড় করতে হতো। কিন্তু এখন সঙ্গে আধার কার্ড থাকলে কাজ অনেক দ্রুত সম্পন্ন হয়।
৫) আধার কার্ডের অন্যান্য সুবিধা
যদি আপনার আধার কার্ড ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে, তাহলে অসংখ্য সুবিধা পাবেন যেমন, প্রকল্পের টাকা আসবে, গ্যাসর ভর্তুকি পাবেন, রেশন পেতে সুবিধা হবে বা স্কলারশিপের টাকা আসার ক্ষেত্রেও সুবিধা হবে।
৬) লোনের সুবিধা
আপনার কাছে যদি আধার কার্ড থাকে তাহলে লোনের জন্য আবেদন করতে পারবেন। নির্দিষ্ট কিছু নিয়মাবলী আছে যেগুলি মানলে আধার কার্ড দ্বারাই লোন পাওয়া যায়। এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে।
উপসংহার
তাহলে বুঝতে পারছেন তো, সঙ্গে আধার কার্ড থাকলে কত রকম দিক থেকে সুবিধা পাওয়া যায়। শুধু পরিচয়পত্র ছাড়াও আরও কতগুলি সুবিধা থাকছে আপনার নাগালে। আশা করা যায় যে এই প্রতিবেদন থেকে আপনাদের উপকার হয়েছে। এই প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য আপনাদের দৈনন্দিন জীবনে প্রয়োজন হবে।
আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?