Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দাঁতের যত্নআত্তিতে মাজনের ভূমিকা এক এবং অদ্বিতীয়। গুঁড়ো মাজন হোক কিংবা পেস্ট, রোজ নিয়ম করে দাঁত না মাজলে অকালেই নানা সমস্যা এসে হাজির হবে। তা ছাড়া দাঁতের সাদা রং বজায় রাখতেও মাজন ছাড়া গতি নেই। কিন্তু টুথপেস্ট ঘরের আরও অনেক কাজে ব্যবহার করতে পারেন। সেগুলি কী?
১) বাড়ির বেসিন পরিষ্কার করতে গিয়ে হিমশিম খান অনেকেই। এ কাজে সাহায্য করতে পারেন মাজন। সামান্য মাজন বেসিনে ফেলে স্ক্রাবার দিয়ে ভালো করে ঘষে নিন। এতে বেসিনের যত দাগছোপ, সব দূর হয়ে যাবে। বেসিনও ঝকঝক করবে।
২) মাছ-মাংস রান্নার পর হাত থেকে পেঁয়াজ, রসুনের গন্ধ সহজে যেতে চায় না। হ্যান্ডওয়াশ ব্যবহার করেও লাভ হয় না। তখন হাতে কয়েক ফোঁটা লেবুর রস মেখে ৫ মিনিট রেখে অপেক্ষা করুন। সঙ্গে সঙ্গে হাত থেকে আঁশটে গন্ধ চলে যাবে।
৩) বয়সের চাকা যত সামনের দিকে এগোতে থাকে, ত্বকে বলিরেখার দেখা মেলে। বলিরেখা তাড়াতেও নানা প্রসাধনী ব্যবহার করা হয়। বলিরেখার দাওয়াই যে দাঁতের মাজন, সেটা কি জানেন? মাজনে খানিকটা জল মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে এলে জল দিয়ে ধুয়ে নিন। বলিরেখা দূর করতে সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করুন।
৪) চা, কফির কাপ থেকে দাগছোপ সহজে যেতে চায় না। তবে টুথপেস্ট থাকতে এসব সামান্য ব্যাপার নিয়ে চিন্তা করার কোনও মানে হয় না। টুথপেস্ট ব্যবহার করেই কাপ থেকে চায়ের দাগ তোলা যায়।
আরও পড়ুন:- কলকাতা টু বারাণসী 6 ঘণ্টায় ! তৈরি হচ্ছে নয়া এক্সপ্রেসওয়ে