শুধু HS পাশে বিনা খরচে ডিগ্রি ও আইটি ক্যারিয়ারের সুবর্ণ সুযোগ ! জানুন বিস্তারিত তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

job

Bangla News Dunia, Pallab : আপনি কি উচ্চমাধ্যমিক (HS) পাশ করে আইটি সেক্টরে ক্যারিয়ার গড়ার স্বপ্ন দেখছেন? কিন্তু কলেজ ফি কিংবা ছাত্রঋণের চিন্তায় ভবিষ্যৎ পড়াশোনার পথ আটকে যাচ্ছে? চিন্তা ছাড়ুন! কারণ HCL Tech নিয়ে এসেছে আপনার জন্য এক যুগান্তকারী সুযোগ—এটি এমন অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রাম, যেখানে আপনি পাবেন পুরো বছরের বেতনসহ প্রশিক্ষণ, বাস্তব কাজের অভিজ্ঞতা এবং একটি পূর্ণাঙ্গ ডিগ্রি—সবটাই হবে বিনা খরচে।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

আসুন জেনেনি কি এই HCL Tech অ্যাপ্রেনটিসশিপ প্রোগ্রাম?

এই প্রোগ্রামটি মূলত উচ্চমাধ্যমিক (HS) পাশ করা ছাত্রছাত্রী এবং কম্পিউটার সায়েন্স ছাড়া অন্যান্য বিষয়ের অ্যাসোসিয়েট ডিগ্রিধারীদের জন্য। এখানে আপনি পাবেন ৬ থেকে ১২ মাসের একটি পূর্ণ-সময়ের ট্রেনিং, যার সাথে থাকবে বেতন, নানা সুযোগ সুবিধা এবং একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের সুযোগ।

এই প্রোগ্রামে কেন যুক্ত হবেন?

বর্তমানে অনেকেই চাকরির বাজারে প্রয়োজনীয় অভিজ্ঞতা ও ডিগ্রি না থাকায় পিছিয়ে পড়েন। তাই HCL Tech এর এই প্রোগ্রাম সেই বাধা দূর করে। এখানে আপনি একদিকে পাবেন কাজের অভিজ্ঞতা, অপরদিকে পাবেন ডিগ্রি—তাও আবার HCL Tech-এর খরচে। আরও কিছু সুবিধা

  1. প্রথম দিন থেকেই বেতনসহ চাকরি
  2. আইটি ক্ষেত্রে বাস্তব কাজ শেখার সুযোগ
  3. বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জন
  4. স্টুডেন্ট লোন ছাড়াই শিক্ষা
  5. প্রোগ্রাম শেষে স্থায়ী চাকরির সুযোগ

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন