Bangla News Dunia, Pallab : পহলগাম হামলার বদলা হিসেবে পাক অধিকৃত কাশ্মীরের অন্তত ৯টি জঙ্গি ঘাঁটিতে হামলা ভারত। মঙ্গলবার গভীর রাতে ভারতীয় সেনা বাহিনীর তরফে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করা হয়। যাতে লেখা ‘অপারেশন সিঁদুর’। ক্যাপশনে হ্যাশ ট্যাগ দিয়ে লেখা পহেলগাম অ্যাটাক। যা থেকে স্পষ্ট পহলগামে জঙ্গি হামলায় ২৭ জনের মৃত্যুর বদলা হিসেবে এই হামলা চালানো হয়েছে। সেই সঙ্গে ভারতীয় সেনার তরফে লেখা হয়েছে, ‘ডাস্টিস ইজ সার্ভড’। তারপরই ’জয় হিন্দ’। বুধবার থেকে দেশের ২৫৯টি জায়গায় যুদ্ধের মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা। তার মধ্যেই মঙ্গলবার গভীর রাতে হামলা চালাল ভারত। ভারতীয় সেনার নিখুঁত অপারেশনে খতম বহু পাক জঙ্গি।