শ্রীলঙ্কান এয়ারলাইন্সের বিমানে ৫ লস্কর জঙ্গি ? খবর পেতেই তল্লাশি, তারপর ….

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পাঁচজন সন্দেহভাজন লস্কর জঙ্গির খোঁজে শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে তল্লাশি। চেন্নাই থেকে কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দরে এই তল্লাশি চালানো হয়। চেন্নাই বিমানবন্দর কর্তৃপক্ষ একটি হুমকি ইমেল পেয়েছিল। তাতে দাবি করা হয়েছিল যে ওই বিমানে পাঁচজন লস্কর-ই-তইবা জঙ্গি ওই বিমানে রয়েছে। বিমানটি কলম্বো বিমানবন্দরে নামার পরেই তল্লাশি চালানো হয়।

জানা গিয়েছে, হুমকি ইমেলটি সকাল ১১.০৫ মিনিটে চেন্নাই বিমানবন্দরের প্রধান নিরাপত্তা আধিকারিকের কাছে আসে। যেখানে উল্লেখ করা হয়ে, ‘UL 122 (সকাল ৯.৫৫) বিমানে পাঁচজন দক্ষিণ ভারতীয় পুরুষ লস্কর কর্মী। পরিষ্কার প্রোফাইল, সুপ্রশিক্ষিত, কোনও সন্দেহ নেই।’ ইমেলটি পাওয়ার সময় বিমানটি চেন্নাই থেকে উড়ে গিয়েছিল। তখন তথ্য কলম্বো বিমানবন্দরে পাঠানো হয়েছিল। যেখানে যাত্রীদের নামিয়ে তল্লাশি করা হয়েছিল। তবে, কোনও সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপ পাওয়া যায়নি।

Image

শ্রীলঙ্কান এয়ারলাইন্সের এক বিবৃতিতে বলা হয়েছে যে তাদের ফ্লাইটটি পরীক্ষা করা হয়েছে। পরের উড়ানের জন্য অনুমতি দেওয়া হয়েছে। চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার থেকে ভারতে পলাতক একজন সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে সতর্কতা জারির পর স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তল্লাশি চালানো হয়েছিল, যে বিমানটিতে ছিল বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন:- পরমাণু বোমা নিয়ে মিথ্যা তথ্য,পাকিস্তানের ঢোল ফেটে গেল। জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:- এবার ChatGPT-তেই হবে শপিং! কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন