Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সংকট মোচনে স্মরণ করুন বাবা লোকনাথকে ! মানবজীবনে এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বাবা লোকনাথ। দিকে দিকে ছড়িয়ে রয়েছে তাঁর নানা অপার মহিমা। বঙ্গ জীবনে বাবা লোকনাথের মহিমার প্রচার খুব বেশি পুরাতন না হলেও বাবা লোকনাথ আবির্ভূত হয়েছিলেন প্রায় প্রায় ৩০০ বছর আগে। ছোটবেলাতে তিনি জীবের কল্যাণে ভগবান গাঙ্গুলীর শিষ্যত্ব গ্রহণ করেন। তার উপনয়ন শেষে লোকনাথ, বেনীমাধব ও ভগবান গাঙ্গুলী একত্রে মোক্ষ প্রাপ্তির জন্য পদযাত্রা শুরু করেন।
তারা বিভিন্ন গ্রাম-শহর, নদ-নদী, জঙ্গল অতিক্রম করে কালীঘাটে এসে যোগ সাধনা শুরু করেন। তার গুরুর আদেশে বিভিন্ন তীর্থ স্থানে যোগ সাধনা ও নানা ব্রত করে শেষ পর্যন্ত লোকনাথ ব্রহ্ম জ্ঞান লাভ করেন। তারপর শুরু হয় বিশ্ব ব্যাপী ভ্রমণ। প্রথমে হিমালয় থেকে কাবুল দেশে আসেন আর মোল্লা সাদী নামে এক মুসলমানের সঙ্গে কোরান, বেদ-সহ বিভিন্ন শাস্ত্র নিয়ে আলোচনা করে ইসলাম ধর্মের তত্ত্ব জ্ঞান তিনি লাভ করেন। তার পর কাশির চলন্ত শিব মহাযোগী তৈলঙ্গ স্বামীর কাছে জ্ঞান লাভ করেন।
আরো পড়ুন :- যে কোনো পাথর – রত্ন ধারণ করবার পূর্বে এই সতর্কতাগুলি অবলম্বন করা উচিত
তারপর বঙ্গ দেশের বারোদিতে তিনি আশ্রম করেন। লোকনাথ বাবার আশ্রমের কথা শুনে নানা দেশ হতে বহু ভক্ত এসে ভিড় জমাতে থাকেন। অল্প সময়ের বাবার আশ্রম তীর্থভূমিতে পরিণত হয়। ভক্তকূলের উদ্যেশ্যে তাঁর বাণী ছিল, রণে বনে জলে জঙ্গলে, যখনই যেখানে বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে , আমি রক্ষা করিবো।
Highlights
1. সংকট মোচনে স্মরণ করুন বাবা লোকনাথকে !
2. রণে বনে জলে জঙ্গলে, যখনই যেখানে বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিবে , আমি রক্ষা করিবো
#বাবা লোকনাথ #Life