সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে ২০২১ ! এক নজরে পর্ব -১

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাবে ২০২১ ! ২০২০ সাল মোটেও ভালো কাটেনি সবার। তবে নতুন বছর যাতে সকলের ভালো কাটে তার জন্য ২০২১–র সংখ্যাতত্ত্ব গণনা করা দরকার। এই সংখ্যাতত্ত্ব গণনা করা হয় জন্ম তারিখের ওপর ভিত্তি করে ও সেখানে চাকরির , ব্যবসা, শিক্ষা, প্রেম এবং জীবনের অন্যান্য বিষয় গুলি সম্পর্কে তথ্য দেওয়া হয়। ২০২১ সালের সংখ্যার যোগফল ৫ (‌২+‌০+‌২+‌১)। ঠিক আপনি আপনার জন্ম সাল , মাস ও তারিখ যোগ করে গণনা করুন।

প্রথমে ১ সংখ্যা ——

আপনি প্রচুর আত্মবিশ্বাসে থাকবেন যা ভিতর থেকে শক্তি তৈরি করবে। আপনার পেশাদার জীবন বেশ ভালো, আপনার চাকরিতেপরিশ্রম অবশেষে আপনাকে সাফল্য দেবে। পেশার জায়গায় দারুণ সাফল্য পাবেন। যদি পড়ুয়া হন তবে এই বছরটা খুবই ভালো যাবে। যদি কোনও চাকরির পরীক্ষায় বসেন তবে আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। ব্যবসায়ীরা একটু ভেবেচিন্তে পদক্ষেপ করবেন কারণ বছরের প্রথমটা একটু দুর্বল রয়েছে।  বছরের মাঝখানে হয়ত ভালো খবর পাবেন।

উলেখ্য ২০২১ সালের সংখ্যাতত্ত্ব মতে আর্থিক দিক থেকে ভালো যাবে। আপনি সুন্দর পারিবারিক জীবন পাবেন। বছরের মাঝখানে খারাপ পরিস্থিতির সৃষ্টি হবে। যদিও ইচ্ছা ও মানসিক শক্তি দিয়ে অতিক্রম করে যাবেন। এই বছরে আপনার বিবাহিত জীবনের সমস্যা মিটে যাবে ও সম্পর্ক ভালো  হবে। তবে বিবেচনা করে বড় কোনো পদক্ষেপ নেওয়া উচিত।

আরো পড়ুন :- কোন গ্রহ অশুভ হলে কি কি রোগ হয় জানুন

অর্থাৎ দেখুন যাদের ১ সংখ্যা তারা এগুলি মেনে চলুন। পরের পর্ব নিয়ে আসছি।

Highlights

1. সংখ্যাতত্ত্ব অনুযায়ী যাবে ২০২১ !

2. দেখুন যাদের ১ সংখ্যা তারা এগুলি মেনে চলুন

#সংখ্যাতত্ত্ব #Astro Tips

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন