সংঘর্ষবিরতি নিয়ে দুপুরে বৈঠকে দু’দেশের সেনাকর্তা, কী সিদ্ধান্ত হতে চলেছে ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সংঘর্ষবিরতির (ceasefire) পরবর্তী পর্যায় নিয়ে সোমবার দুপুর ১২টা নাগাদ ভারত-পাকিস্তান (India-Pakistan Tension) ডিরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন (Director General of Military Operations of India and Pakistan)-এর কথা হবে। শনিবার বিকেলে সংঘর্ষবিরতি কার্যকরের সময় ঘোষণা করা হয়েছিল এদিন দু’দেশের ডিজিএমও কথা হবে। তবে শনিবার সংঘর্ষবিরতি ঘোষণার পরও সেদিন রাতেই পাকিস্তানের তরফে ফের সংঘর্ষবিরতি লঙ্ঘনের অভিযোগ ওঠে।

আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন

গতকালই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) স্পষ্ট জানিয়েছেন, ‘এবার গুলি করলে গোলা চলবে।’ ভারত সরকার সিদ্ধান্ত নিয়েছে সংঘর্ষবিরতি বজায় থাকলেও সতর্কতা শিথিল করা হবে না এখনই। নয়াদিল্লি মনে করছে, অভ্যন্তরীণ কারণেই পাকিস্তানের পক্ষে বিরতি বজায় রাখা কঠিন হতে পারে। কারণ সে দেশে সেনা বাহিনীর একাংশ সংঘর্ষ চালিয়ে যাওয়ার পক্ষে। ফলে যে কোনও সময় বড় ধরনের হামলা হতে পারে ধরে নিয়ে সতর্ক অবস্থান বজায় রাখবে ভারত। এদিকে, সংঘর্ষবিরতি নিয়ে পাকিস্তানের প্রস্তাবে ভারত সায় দিয়েছে এদিন তা আরও স্পষ্ট করতে পারে কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলির তরফে এই ব্যাপারে একগুচ্ছ প্রশ্ন তোলা হয়। এসবের মাঝে এদিন দু’দেশের ডিজিএমও বৈঠকের পর মোড় কোনদিকে ঘোরে, সেদিকেই তাকিয়ে দেশবাসী।

আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন

আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন