Bangla News Dunia, Pallab : আমেরিকা ও সহযোগী দেশগুলোর মধ্যস্থতায় শনিবার বিকেলে সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছিল ভারত এবং পাকিস্তান। সংঘর্ষবিরতি ঘোষণা হওয়ার ২ ঘণ্টার মধ্যেই তা লঙ্ঘন করে পাকিস্তান। রাত হতেই ভারতে একের পর এক ড্রোন হামলা চালায় পাকিস্তান। কড়া জবাব দেয় ভারত। পাকিস্তানকে দায়ী করে সংঘর্ষবিরতি লঙ্ঘনের তীব্র বিরোধিতা করে ভারত। এ বার দেশের পশ্চিম সীমান্তের পরিস্থিতি খতিয়ে দেখে সেনা কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ দিলেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীও। স্পষ্ট করে দিলেন, সংঘর্ষবিরতি লঙ্ঘন করে হামলা হলে প্রত্যাঘাতের ‘পূর্ণ ক্ষমতা’ থাকবে কমান্ডারদের হাতে।
আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন
শনিবার বিকেলে ভারত এবং পাকিস্তান সংঘর্ষবিরতি হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। জম্মু-কাশ্মীর সীমান্তে একের পর এক গোলাবর্ষণ করে পাক সেনা। ভারতের আকাশে দেখা যায় পাকিস্তানের ড্রোন। পাক্সেনা গুলিতে প্রাণ হারান এক বিএসএফ জওয়ান। পালটা জবাব দেয় ভারত। এদিন রাতেই সাংবাদিক বৈঠক ডেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া বার্তা দেন ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রী। তিনি বলেন, ‘‘গত কয়েক ঘণ্টা ধরে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে যাচ্ছে পাকিস্তান। ভারতীয় সেনাও জবাব দিচ্ছে। এই লঙ্ঘন অত্যন্ত নিন্দনীয় এবং এর জন্য দায়ী পাকিস্তান।”
যদিও ভারতের এই অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার বলেন, “পাকিস্তান সংঘর্ষবিরতি লঙ্ঘন করেনি। লঙ্ঘন করেছে ভারত। বরং পাক সেনা সেই পরিস্থিতি বুঝেশুনে সামলেছে।”
রবিবার ভারতের বিদেশসচিব জানিয়েছেন, ভারতীয় সেনা পরিস্থিতির উপর নজর রাখছে। কোনও ধরনের সংঘর্ষবিরতি লঙ্ঘন হলে তা প্রতিহত করতে কড়া পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যালোচনায় পশ্চিম সীমান্তের সেনা কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী। বৈঠকেই তিনি কমান্ডারদের ‘পূর্ণ ক্ষমতা’ দেন হামলা-পরিস্থিতি মোকাবিলা করতে। সোমবারও দু’দেশের সেনার ডিরেক্টর জেনারেল মিলিটারি অপারেশন (ডিজিএমও) স্তরে বৈঠক রয়েছে। তার আগে সেনা কমান্ডারদের কার্যত সতর্কই করলেন সেনাপ্রধান।