Bangla News Dunia, দীনেশ :- সংঘর্ষবিরতির পরও তা লঙ্ঘন করেছে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় শনিবার রাতে গুলি চালানো হয়েছে বলে সর্বভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। শ্রীনগরে দেখা গিয়েছে পাক ড্রোন। বিস্ফোরণেরও শব্দ শোনা গিয়েছে। এমন পরিস্থিতিতে নিজের বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সিডিএস এবং তিন বাহিনীর প্রধানেরা উপস্থিত রয়েছেন। বর্তমান পরিস্থিতির মূল্যায়ন এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের পর পাকিস্তানের বিরুদ্ধে পদক্ষেপ নির্ধারণের লক্ষ্যে এদিনের বৈঠক।
আরও পড়ুন:- মুখোমুখি না পেরে অন্য ‘শয়তানি’ পাকিস্তানের, বিস্তারিত জেনে নিন
শনিবারও রাজনাথ, দোভাল, সিডিএস এবং সেনা প্রধানদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তারপর ভারতের তরফে জানানো হয়, ভবিষ্যতে যে কোনও জঙ্গি হামলাকে যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে। ওই বৈঠকের কিছুক্ষণ পরই সংঘর্ষবিরতি ঘোষণা করে ভারত ও পাকিস্তান। যদিও রাতে সংঘর্ষবিরতি লঙ্ঘন করে গোলাবর্ষণের অভিযোগ উঠেছে পাক রেঞ্জার্সের বিরুদ্ধে। জবাব দিয়েছে ভারতীয় সেনাও।
আরও পড়ুন:- কেন পাকিস্তানের মতো ধসে যায়নি ভারতের শেয়ার বাজার? কারণ জেনে নিন
আরও পড়ুন:- একবার চার্জ, সারাদিন হাওয়া! গরমে VIRAL এই হ্যান্ডফ্যান, দাম কত-কোথায় পাবেন? জেনে নিন