সংঘর্ষ বিরতিকে ‘সাফল্য’ হিসেবে দেখছে পাকস্তান, ‘ইয়ুম-ই-তাশাকুর’-এর ঘোষণা শরিফের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভারতের ‘অপারেশন সিঁদুর’-এর মোকাবিলায় ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করেছিল পাকিস্তান। শাহবাজ শরিফের সরকারের দাবি, বুনিয়ান-আন-মারসুস নাকি সফল হয়েছে! এই সাফল্যকে তুলে ধরে রবিবার সারা দেশে ‘ইয়ুম-ই-তাশাকুর’ পালনের পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এমনই বলা হয়েছে পাক সংবাদমাধ্যমে।

আরও পড়ুন : মোবাইলের মাধ্যমে ঘরে বসে ডিজিটাল বার্থ সার্টিফিকেট তৈরি করার পদ্ধতি জেনে নিন

পহলগামে জঙ্গি হামলার পর গত মঙ্গলবার রাতে ভারত ‘অপারেশন সিঁদুর’ ঘোষণা করেছিল। ভারতের প্রত্যাঘাতে ধ্বংস হয়েছে একাধিক জঙ্গিঘাঁটি। তার পর পাকিস্তান ভারতে পালটা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে। যদিও সেসব হামলা প্রতিহত করেছে ভারত।

শনিবার সকালে ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান-আন-মারসুস’ ঘোষণা করে ইসলামাবাদ। আরবি এই শব্দবন্ধের অর্থ ‘শিসার তৈরি কঠিন কাঠামো’। আমেরিকার মধ্যস্থতায় গতকাল বিকেলে দুই দেশ সংঘর্ষবিরতিতে সম্মত হয়। সংঘর্ষবিরতিকে সাফল্য হিসেবেই দেখছে পাকিস্তান। শাহবাজ শরিফের দপ্তর থেকে বলা হয়েছে, রবিবার দিনটি ‘ইয়ুম-ই-তাশাকুর’ হিসেবে পালিত হবে।

পাক প্রধানমন্ত্রীর বক্তব্য, ‘উপযুক্ত জবাব দিয়েছে অপারেশন বুনিয়ান-আন-মারসুস। যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে আমরা প্রস্তুত। পাক সেনা জওয়ানদের আত্মত্যাগ বৃথা যাবে না।’ প্রসঙ্গত, ‘ইয়ুম-ই-তাশাকুর’ একটি উর্দু শব্দবন্ধ, যার অর্থ কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানানোর দিন।

এদিকে, শনিবার বিকেলে সংঘর্ষবিরতি ঘোষিত হলেও তার কয়েক ঘণ্টার মধ্যে সেই তা লঙ্ঘন করে পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের একাধিক জায়গায় গোলাবর্ষণ করা হয়। শোনা যায় বিস্ফোরণের শব্দ। সংঘর্ষবিরতি লঙ্ঘনের পর ভারতের বিদেশসচিব বিক্রম মিস্রি রাতে সাংবাদিক বৈঠক করেন এবং পাকিস্তানের আচরণের নিন্দা করেন।

আরও পড়ুন : ভারত ও পাকিস্তানের পরমাণু নীতি কী ? পরমাণু হামলা কখন করা যায়? ? জানা জরুরি

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন