Bangla News Dunia, দীনেশ :- তাঁর চাপেই নাকি সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান (India-Pakistan)। কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাবও দিয়েছেন। এবার আরও এক পা এগিয়ে ভারত ও পাকিস্তানের নেতৃত্বকে নৈশভোজে বসানোর কথা বললেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। মঙ্গলবার সৌদি আরবের রাজধানী রিয়াধে (Riyadh) আমেরিকা-সৌদি ইনভেস্টমেন্ট ফোরামে বক্তব্য রাখতে গিয়ে দৃশ্যতই উৎফুল্ল দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্টকে। সৌদি আরবের সঙ্গে বিপুল অঙ্কের অস্ত্র ও বাণিজ্য চুক্তির কথা উল্লেখ করার পাশাপাশি বক্তব্যের বড় অংশ ভারত-পাকিস্তানের জন্য বরাদ্দ করেছিলেন তিনি।
আরও পড়ুন:- কর্নেল কুরেশিকে ‘জঙ্গিদের বোন’ তকমা বিজেপি নেতার, জানতে বিস্তারিত পড়ুন
ট্রাম্প বলেন, ‘আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল শান্তি বজায় রাখা এবং আঞ্চলিক ঐক্য নিশ্চিত করা। আমি যুদ্ধের পক্ষপাতী নই। আমাদের সরকার ভারত ও পাকিস্তানের মধ্যে ভয়ংকর সংঘাত বন্ধ করে একটি ঐতিহাসিক সংঘর্ষ বিরতি কার্যকর করতে সফল হয়েছে। এজন্য আমি বাণিজ্যকে কার্যকর অস্ত্র হিসাবে ব্যবহার করেছি। দুই দেশকে আমি বলেছিলাম, আসুন আমরা সংঘর্ষে ইতি টেনে বাণিজ্য করি। পারমাণবিক ক্ষেপণাস্ত্র ব্যবহার না করে আপনাদের বাণিজ্য পণ্যের লেনদেনকে উৎসাহিত করা যেতেই পারে।’ এরপরেই তাঁর পরামর্শ, ‘পরস্পরের বিরুদ্ধে পারমাণবিক ক্ষেপণাস্ত্র হামলা না চালিয়ে ভারত ও পাকিস্তানের উচিত একসঙ্গে বসে নৈশভোজ সারা।’
আরও পড়ুন:- বিষাক্ত ভেজাল নুন খাচ্ছেন না তো? এই ভাবে জল দিয়ে পরীক্ষা করে নিতে পারেন
আরও পড়ুন:- নির্বিচারে কেটে ফেলা হচ্ছে ২৮ লক্ষ নারকেল গাছ, কারণ জানলে অবাক হয়ে যাবেন