সংসদে সরব তৃণমূল সাংসদ জুন মালিয়া, ফলও মিলল হাতে নাতে

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ :- সংসদে বন্যপ্রাণ সুরক্ষায় যুগোপযোগী আইনের দাবি জানিয়েছিলেন টলিউড অভিনেত্রী তথা মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়া। তাঁর সেই দাবিতে এবার সাড়া দিল কেন্দ্র। ‘প্রিভেনশন অফ ক্রুয়েলটি টু অ্যানিম্যালস অ্যাক্ট, ১৯৬০’ আইনের সংশোধনের পথে এগোচ্ছে কেন্দ্রীয় সরকার। শনিবার তৃণমূল সাংসদকে চিঠি দিয়ে এ কথা জানালেন কেন্দ্রীয় প্রাণীসম্পদ বিকাশ মন্ত্রী রাজীবরঞ্জন সিং ওরফে ললন সিং। গত ফেব্রুয়ারিতে লোকসভায় জুন মালিয়া বলেন, ‘মান্ধাতার আমলের আইন দিয়ে আজকের সমাজে পশু নির্যাতন রোধ করা সম্ভব নয়। বহু ধারাই জামিনযোগ্য, ফলে প্রকৃত শাস্তির নজির নেই বললেই চলে।’ তিনি অনুরোধ করেছিলেন, সংশ্লিষ্ট আইনটি যুগোপযোগী করে তুলতে অবিলম্বে সংশোধন করা হোক। সাংসদ জুন মালিয়ার আবেদনের পরেই নড়েচড়ে বসে কেন্দ্রীয় মন্ত্রক। সম্প্রতি তাঁকে পাঠানো এক চিঠিতে মন্ত্রী রাজীবরঞ্জন সিং জানিয়েছেন, আইন সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছে। খসড়া প্রস্তাব ইতিমধ্যেই প্রস্তুত। সেই প্রস্তাব ঘিরে পশুপ্রেমী সংগঠন, আইনজীবী, বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের মতামত নেওয়া হচ্ছে। সব নিয়ম মেনে খসড়া বিলটি সংসদে পেশ করা হবে। কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সাংসদ।

আরও পড়ুন:- এই ৯ লার্জ ও মিড ক্যাপ স্টকের দাম আগামী এক বছরে বাড়তে পারে ৩০ শতাংশের বেশি

আরও পড়ুন:- অন্যের বউকে চুরি করে বিয়ে করাই এখানে নিয়ম, কোথায় হয় জানেন?

আরও পড়ুন:- ১৬ জুন থেকে UPI লেনদেনে আসছে বিরাট বদল, যা জানা জরুরি

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন