সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সংস্কারের কাজ শুরু হতে চলেছে দ্বিতীয় হুগলি সেতু অর্থাৎ বিদ্যাসাগর সেতুতে ৷ যার জন্য আগামী 15 মাস থাকবে এই সেতু ৷ বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলে তার বিকল্প পথ কী হবে, সেই নিয়ে শীঘ্রই বৈঠক হতে চলেছে নবান্নে ৷ সূত্রের মারফৎ একথা জানা গিয়েছে ৷

নবান্নের তরফে জানা গিয়েছে, সেতুর 20টি স্টে কেবল দ্রুত পরিবর্তন করতে হবে । বিশেষজ্ঞদের মতে, এই স্টে কেবলগুলি সেতুকে উপরে ধরে রাখে ৷ সেতুর দুর্বল অংশগুলির ঝুঁকি কমাতে তাদের দ্রুত পরিবর্তন জরুরি । এই সংস্কার কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ, তাই নবান্ন শীঘ্রই কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমস্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে ।

গত এক বছর ধরে বিদ্যাসাগর সেতুর বিভিন্ন অংশের সংস্কারের কাজ চলছে । এখন 15 মাসব্যাপী এই সংস্কার কাজ সম্পন্ন করার পরিকল্পনা করা হয়েছে ৷ যার মধ্যে সেতুর বিয়ারিং পরিবর্তনও অন্তর্ভুক্ত রয়েছে । এই কাজ চলাকালীন যানবাহন চলাচল বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতুতে ৷ বিশেষ করে যখন স্টে কেবলগুলির পরিবর্তন হবে এবং সেতুর বিয়ারিং পরিবর্তন করা হবে তখন ।

প্রতিদিন হাজার হাজার গাড়ি বিদ্যাসাগর সেতু দিয়ে চলাচল করে । কলকাতা থেকে হাওড়ার মধ্যে সংযোগ স্থাপনের অন্যতম মাধ্য়ম এই সেতু ৷ আর বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ফলে কলকাতা ও হাওড়ার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় ব্যাপক প্রভাব পড়বে । তাই নবান্ন শীঘ্রই বিকল্প রাস্তা ও যান চলাচলের পরবর্তী ব্যবস্থা নিয়ে আলোচনা করতে বৈঠকে বসবে ।

এ দিকে বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ হলে নিত্যযাত্রীদের জন্য যাতায়াতের বিকল্প ব্যবস্থা খোঁজা হবে ৷ যাতে তাঁদের ভোগান্তি কমানো যায় । তবে এই কাজের সময়ে সেতু বন্ধ থাকার ফলে শহরের যানজট এবং পরিবহণ ব্যবস্থা তীব্রভাবে প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা ।

নবান্নের এক আধিকারিক জানিয়েছেন, “এখন প্রাথমিকভাবে কাজ নিয়ে আলোচনা করা হয়েছে । এরপর এই কাজের সঙ্গে যুক্ত সব দফতরের অধিকারিকদের নিয়ে একত্রে বসে নির্দিষ্টভাবে পরিকল্পনা করা হবে । পাশাপাশি এত বড় কাজ শুরু করার আগে আরও নির্দিষ্টভাবে বিস্তারিত পরিকল্পনা রূপায়ণ করা হবে ।”

আরও পড়ুন:- সন্তানদের আমেরিকা বর্ডারে ছেড়ে চলে যাচ্ছে ভারতীয় বাবা-মা, কারণ জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন