সড়কপথে ভ্রমণে এই বিষয়গুলি মাথায় না রাখলে বিপাকে পড়তে হতে পারে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সড়কপথে ভ্রমণের আলাদা স্বাধীনতা আছে। ইচ্ছামতো বিরতি নেওয়া যায়। যাতায়াতের পথে কোনও জায়গা ভালো লাগলে, দু’দণ্ড ঘোরাও যায়। তবে ট্রেনে কিংবা বিমান সফরে যতটা নিশ্চিন্তে থাকা যায়, সড়কপথের ক্ষেত্রে কিছু বাড়তি সতর্কতা নেওয়া অত্যন্ত জরুরি। তাই গাড়ি নিয়ে কোথাও বেরিয়ে পড়ার আগে কয়েকটি বিষয়ে খেয়াল রাখুন।

স্টিয়ারিং ভাগ করে নিন

গাড়ি চালানো বেশ পরিশ্রমের। তাই যিনি গাড়ি চালিয়ে অর্ধেক রাস্তা নিয়ে এলেন, তিনি ক্লান্ত হয়ে পড়তে পারেন। তখন অন্য কাউকে গাড়ি চালাতে হতে পারে। ফলে অন্য একজন যদি গাড়ি চালাতে জানেন, তা হলে সুবিধা। পালা করে গাড়ি চালালে কষ্ট কম হবে।

আরও পড়ুন:– রাজ্যে আনন্দধারা প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

সঙ্গে থাক শুকনো খাবার

সড়ক ভ্রমণের ক্ষেত্রে সঙ্গে শুকনো খাবার রাখা অত্যন্ত জরুরি। বিস্কুট, কেক, মুড়ি, বাদাম, ছোলা, চকোলেট সঙ্গে থাকলে সমস্যা হবে না। শুধু খাবার নয়, জলের বোতলও সঙ্গে রাখলে ভালো। সড়কপথে যাচ্ছেন মানেই যে গাড়ি দাঁড় করিয়ে সব সময় খাবার কেনার সুযোগ থাকবে, তা নয়। দোকান নাও পেতে পারেন। সঙ্গে জল আর কিছু খাবার থাকলে প্রয়োজনে কাজে লেগে যাবে।

সকাল সকাল বেরোন

সড়কপথে দূরের কোনও রাস্তায় যেতে হলে তাড়াতাড়ি বেরোনোই ভালো। সূর্য মাথার উপর থাকতে থাকতে যদি অন্তত ৮০ ভাগ রাস্তা পেরিয়ে যাওয়া যায়, তা হলে অনেকটাই নিশ্চিন্ত থাকা যায়। অন্ধকার হয়ে গেলে গাড়ি চালাতেও সমস্যা হতে পারে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন