Bangla News Dunia, দীনেশ :- পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে নিন্দায় সরব হলেন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরও। পাকিস্তানের সঙ্গে সবরকম সম্পর্ক ছিন্ন করা উচিত ভারতের। এশিয়া কাপ হোক বা আইসিসি টুর্নামেন্ট, কোনও প্ল্যাটফর্মেই পাকিস্তানের সঙ্গে টিম ইন্ডিয়ার খেলাই উচিত নয়। মঙ্গলবার এক বেসরকারি টিভি চ্যানেলের অনুষ্ঠানে পহেলগাঁও জঙ্গি হামলা নিয়ে পাকিস্তানকে বিঁধেছেন গম্ভীর।
আরও পড়ুন:- সংস্কারের জন্য 15 মাস বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু, বিকল্প পথ কি হবে ? জেনে নিন
গম্ভীরের মতে, বরাবরই সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তান। পাক মদতপুষ্ট একাধিক জঙ্গি সংগঠন ভারত সহ একাধিক দেশে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। এককথায় বলা চলে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে কোনও প্ল্যাটফর্মেই প্রতিযোগিতা থাকা উচিত নয়। এশিয়া কাপ হোক বা আইসিসি টুর্নামেন্ট, যতক্ষণ না পাকিস্তান নিজেদের মানসিকতার বদল আনবে না, ততক্ষণ পর্যন্ত টিম ইন্ডিয়ার তাদের বিরুদ্ধে খেলাই উচিত নয়।
আরও পড়ুন:- পাক সেনার ওপর বড় হামলা, অফিসার সহ নিহত ৬ । জানুন বিস্তারিত
এদিন গৌতম গম্ভীর বলেছেন যে, ‘সন্ত্রাসবাদের মদতদাতা পাকিস্তানের বিরুদ্ধে ২০০৭ সাল থেকে দ্বিপাক্ষিক সিরিজ খেলিনি। কিন্তু এখন আইসিসি টুর্নামেন্টেও না খেলার সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আমি বলব, পাকিস্তানের বিরুদ্ধে খেলাই উচিত নয়। ম্যাচ চলতেই থাকবে, সিনেমা তৈরি হতেই থাকবে। গায়কেরা গান গাইতে থাকবেন, কিন্তু যদি আপনার পরিবারের কোনও সদস্য বা দেশের জওয়ান চলে যান, তিনি আর ফিরে আসবেন না, এর চেয়ে বেদনাদায়ক আর কিছু হতে পারে না। পাকিস্তানের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া উচিত সেটা নিশ্চই ভাবছে কেন্দ্রীয় সরকার।’
আরও পড়ুন:- মকড্রিল মানে কী? ঠিক কী করতে হবে সাইরেন বাজলেই? জানুন
চলতি বছরে ভারতে এশিয়া কাপ হওয়ার কথা রয়েছে। সেই টুর্নামেন্টে পাকিস্তান ইতিমধ্যেই ভারতে আসতে রাজি নয় বলে জানিয়েছে। এদিন এবিপি ইন্ডিয়া অ্যাট ২০৪৭ সামিটে গৌতম গম্ভীরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, তিনি কি এশিয়া কাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে বলে আশা করছেন? যার উত্তরে গম্ভীর বলেন, এটি তাঁর হাতে নেই। কিন্তু তিনি নিজের মতামতও শেয়ার করেছেন। এবং পরিষ্কার বলে দিয়েছেন, সরকার যে সিদ্ধান্তই নিক না কেন, তিনি তা গ্রহণযোগ্য বলে মনে করবেন।