Bangla News Dunia, Pallab : পাক বন্ধু তুরস্কের উপর এবার পালটা চাপ তৈরি করল ভারত। পহেলগাঁও জঙ্গি হামলার এক মাস পূর্তির দিনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানান, ভারত আশা করে সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে ইসলামাবাদকে (Islamabad) বোঝাবে আঙ্কারা। ভারতের ইঙ্গিত, পাকিস্তানের মদতে কাশ্মীরে চলতে থাকা সন্ত্রাসবাদকে ভারত কোনওভাবেই মেনে নেবে না। সেক্ষেত্রে তুরস্কের মতো দেশের কাছ থেকেও তারা গঠনমূলক আচরণ প্রত্যাশা করে।
আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা
পহেলগাঁওয়ে অভিশপ্ত জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে ২৬ জন পর্যটকের, ধর্ম পরিচয় নিশ্চিত করে বেছে বেছে হিন্দুদের গুলি করে মেরেছে জঙ্গিরা। প্রথম থেকেই এই হামলার পেছনে পাকিস্তানের মদত রয়েছে বলে জানিয়ে দেয় ভারত। প্রধানমন্ত্রী স্বয়ং জানান, ভারত বদলা নেবে। তার জেরেই গত ৬ মে রাতে ‘অপারেশন সিঁদুর’ শুরু করে ভারত। পাকিস্তানের ভেতরে বাহওয়ালপুর, মুরিদকে সহ ৯ জঙ্গিঘাঁটি বিমান হামলায় গুঁড়িয়ে দেওয়া হয়। যার জেরে পালটা প্রত্যাঘাত করে পাকিস্তানও। ভারতও আক্রমণ ঠেকিয়ে জবাবি হামলা চালায়। এই সংঘর্ষে পাকিস্তানের পাশেই দাঁড়ায় তুরস্ক। শুধু ড্রোন সরবরাহ করে নয়, নিজেদের সেনাকর্মীদের পাঠিয়েও পাকিস্তানকে এই যুদ্ধে সাহায্য করে এরদোগানের দেশ। যা নিয়ে তীব্র প্রতিক্রিয়া হয় ভারতে। পর্যটন ক্ষেত্রে তুরস্ককে বয়কটের ডাক দেওয়া হয়। ভারতে বিমান বন্দর ব্যবস্থাপনার ক্ষেত্রে তুরস্কের সংস্থা সেলেবি অ্যাভিয়েশনকে বাতিল করা হয়। নেটদুনিয়ায় ট্রেন্ডিং হয় বয়কট তুরস্ক।
তবে এসব চললেও এতদিন সরকারি স্তরে তুরস্ককে নিয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারত। এদিনই বিদেশ মন্ত্রকের মুখপাত্র বলেন, ‘আমরা আশা করি তুরস্ক (Turkey) অত্যন্ত দৃঢ়ভাবে পাকিস্তানকে বোঝাবে যেন ইসলামাবাদ সীমান্ত সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ করে। বছরের পর বছর ধরে তারা যেভাবে সন্ত্রাসকে লালন করেছে তা শেষ করার জন্য উপযুক্ত পদক্ষেপ করতে ইসলামাবাদকে বোঝাক তুরস্ক।’
ভারত ও তুরস্কের (India-Turkey) সম্পর্ক নিয়ে রণধীর জয়সওয়াল বলেন, ‘দুই দেশের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে একে অপরের উদ্বেগের প্রতি সংবেদনশীলতার ভিত্তিতে।’ ভারতের মন্তব্যে প্রয়োজনে তুরস্কের সঙ্গেও ভারতের সম্পর্ক খারাপ হতে পারে। তবে সন্ত্রাসবাদ প্রশ্নে ইসলামাবাদকে বোঝাতে তুরষ্ক ভূমিকা পালন করবে বলে আশাবাদী ভারতও।
আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !