সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’, বিশ্বের দরবারে ভারতের বার্তা তুলে ধরবেন থারুর-কানিমোঝিরা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : সন্ত্রাসের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছে ভারত। কেন্দ্রের সেই বার্তা এবার নানা দেশে পৌঁছে দেবে সাতটি প্রতিনিধিদলের সদস্যরা। শাসক ও বিরোধী দলের সাত সাংসদ দলগুলির নেতৃত্বে রয়েছেন। শনিবার কেন্দ্রের সংসদ বিষয়ক মন্ত্রক বিবৃতি দিয়ে তাঁদের নাম প্রকাশ করেছে।

প্রতিনিধিদলে রয়েছেন কংগ্রেসের শশী থারুর, বিজেপির রবিশংকর প্রসাদ, জেডিইউয়ের সঞ্জয় কুমার ঝা, বিজেপির বৈজয়ন্ত পাণ্ডা, ডিএমকে-র কানিমোঝি করুণানিধি, এনসিপির সুপ্রিয়া সুলে এবং শিবসেনার শ্রীকান্ত শিন্ডে। তাঁরা বিদেশের মাটিতে দাঁড়়িয়ে পাকিস্তানের মিথ্যাভাষণ, অপপ্রচার, জঙ্গিদের আশ্রয় ও মদতদান, ভারতে জঙ্গি হামলা, প্রত্যাঘাত হিসেবে নয়াদিল্লির অপারেশন সিঁদুর সম্পর্কিত যাবতীয় তথ্য তুলে ধরবেন।

আরও পড়ুন : সিভিক ভলেন্টিয়ার চাকরি ২০২৫ – কীভাবে আবেদন করবেন ও শেষ তারিখ জানুন

তবে সর্বদলীয় প্রতিনিধিদলে বিরোধী দলনেতা রাহুল গান্ধির নাম নেই। কংগ্রেসের প্রস্তাবিত নামের তালিকা উপেক্ষা করে থারুরকে প্রতিনিধিদলের নেতা করেছে কেন্দ্র সরকার। প্রতিনিধিদলে পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূলের কোনও সাংসদও নেই। তবে একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদনে দাবি করা হয়েছে, কেন্দ্রের তরফে তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কারণে প্রতিনিধিদলে থাকতে পারবেন না বলে জানিয়েছেন।

আরও পড়ুন : আপনার শত্রুকে উচিত শিক্ষা দিতে চান, তবে চাণক্যের এই ৪ উপায় অনুসরণ করুন

কেন্দ্রের বিবৃতিতে বলা হয়েছে, ‘চলতি মাসের শেষ দিকে সর্বদলীয় প্রতিনিধিদল বিভিন্ন দেশে ভারতের বার্তা পৌঁছে দিতে যাবে। যাওয়া হবে রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলিতেও। যে কোনও ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের নীতি ‘জিরো টলারেন্স’ -এই বার্তাই তুলে ধরবেন সর্বদলীয় প্রতিনিধিরা।’

আরও পড়ুন : কীভাবে হল ‘অপারেশন সিঁদুর’? বিস্তারিত জানাল কেন্দ্র

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন