Bangla News Dunia, Pallab : সন্ত্রাসের বিরুদ্ধে লক্ষণ রেখা টেনেছে ভারত। শনিবার সিঙ্গাপুরে গিয়ে মার্কিন সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে এমনটাই বললেন দেশের সেনা সর্বাধিনায়ক বা চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। সাংগ্রিলা বৈঠকে যোগ দিতে ওই দেশে গিয়েছেন তিনি। শনিবার সেখানেই মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ টিভির সঙ্গে মুখোমুখি বসেন সেনা সর্বাধিনায়ক। ভারত-পাকিস্তান সংঘর্ষ, জঙ্গি দমন একাধিক বিষয় নিয়েই কথা বলেন তিনি।
আরও পড়ুন : 500 ও 200 টাকার নোট নিয়ে বড় ঘোষণা করলো RBI, জানা জরুরি
সেনা সর্বাধিনায়ক বলেন, ‘আমরা গত দুই দশক ধরে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চালাচ্ছি। যার জন্য প্রচুর মানুষকেও হারিয়েছি আমরা। কিন্তু এবার সংঘর্ষে বিরতি আনা প্রয়োজন। ভারত যেটা করেছে তা হল, রাজনৈতিক ভাবে সন্ত্রাসের বিরুদ্ধে একটা রেখা টেনে দিয়েছে। আমি আশা করি, এই সেনা অভিযানের আমাদের প্রতিপক্ষকে কিছু শিক্ষা দিয়ে যাবে।’ তিনি আরও বলেন, ‘আমরা পাকিস্তানের সীমানা পেরিয়ে ৩০০ কিলোমিটার পর্যন্ত বায়ুপথে হামলা চালাতে সক্ষম।’।