Bangla News Dunia, বাপ্পাদিত্য:-সপ্তাহের প্রথম দিনেই মুখ থুবড়ে পড়েছে দেশের শেয়ার বাজার। সোমবার বাজার বন্ধের সময় বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ৫২৪ পয়েন্ট কমে রয়েছে ৭৭ হাজার ৩৩৫ পয়েন্টে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ১৭৪ পয়েন্ট কমে রয়েছে ২৩ হাজার ৩৮৫ পয়েন্টে। কমবেশি সমস্ত সেক্টরের স্টকের পতন হয়েছে সোমবার। নিফটি-তে থাকা সমস্ত সেক্টরাল ইনডেক্সের পয়েন্ট কমেছে। এর মধ্যে নিফটি রিয়েলটি (২.৯৯ শতাংশ) এবং নিফটি মেটালস (২.৬৪ শতাংশ)-এর পতন হয়েছে সবথেকে বেশি। মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইনডেক্সের পয়েন্ট কমেছে ২ শতাংশের বেশি। কেন এ ভাবে ধসে গেল দেশের শেয়ার বাজার?
বম্বে স্টক এক্সচেঞ্জের টপ লুজ়ার্স: টাটা স্টিল, পাওয়ার গ্রিড, জ়োম্যাটো, এনটিপিসি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়, বাজাজ ফিনান্স, টাইটাল কোম্পানি, ইন্ডাসইন্ড ব্যাঙ্ক, টাটা মোটরস, এইচডিএফসি ব্যাঙ্ক, অ্যাক্সিস ব্যাঙ্ক এবং সান ফার্মা।
ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের টপ লুজ়ার্স: জেএসডব্লিউ স্টিল, হিন্দালকো, বিপিসিএল, ওএনজিসি, কোল ইন্ডিয়া, শ্রীরাম ফিনান্স, সিপলা, ডক্টর রেড্ডি, আদানি এন্টারপ্রাইজ় এবং ট্রেন্ট।
সপ্তাহের প্রথম দিনে বাজারের এই পতনের পিছনে বেশ কিছু কারণের উল্লেখ করেছেন বাজার বিশেষজ্ঞরা।
- ট্রাম্পের শুল্ক ঘোষণার প্রভাব বিশ্বের বিভিন্ন দেশের বাজারেই পড়েছে। ভারতের বাজারও এই প্রভাব এড়াতে পারেনি। ডোনাল্ড ট্রাম্প স্টিল এবং অ্যালুমিনিয়ামে ২৫ শতাংশ শুল্ক চাপানোর কথা জানিয়েছেন। এর জেরে নিফটি মেটালস সেক্টরাল ইনডেক্স কমেছে আড়াই শতাংশের বেশি। টাটা স্টিল, ভেদান্ত, সেল, জিন্দাল স্টিলের মতো একাধিক সংস্থার শেয়ার দর অনেকটা কমেছে।
- টাকার দামে পতনকেও অন্যতম কারণ হিসাবে ধরা হচ্ছে। সোমবার বাজার খোলার পর টাকার দামে রেকর্ড পতন হয়েছে। ৪৯ পয়সা কমে মার্কিন ডলারের সাপেক্ষে টাকার দাম হয়েছে ৮৭.৯২। সেই সঙ্গে ডলার ইনডেক্সও রেকর্ড হাই হয়েছে। যা প্রভাব পড়েছে স্টক মার্কেটেও।
- গত বছর অক্টোবর মাস থেকেই বিদেশি বিনিয়োগকারীদের লগ্নি সরানোর প্রবণতা শুরু হয়েছে। এ বছরেও তা অব্যাহত রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই ১০ হাজার ১৭৯ কোটি টাকার শেয়ার বিক্রি করেছেন বিদেশি বিনিয়োগকারীরা।
- সরকারি বন্ডে ইয়েল্ড বাড়িয়েছে ভারত সরকার। ২ শতাংশ বেড়ে সরকারি বন্ডে ইয়েল্ডস হয়েছে ৬.৮৩ শতাংশ। রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পরই তা বেড়েছে। এর প্রভাবও শেয়ার বাজারে পড়েছে বলে মত বাজার বিশ্লেষকদের।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:- সামনের সপ্তাহেই সংসদে পেশ হবে নতুন আয়কর বিল, কী রয়েছে এতে?
আরও পড়ুন:- মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং পদত্যাগ করলেন, কেন হঠাৎ এই পদক্ষেপ?