Bangla News Dunia, Pallab : অনেক দিন পর রোজ ভ্যালি কেলেঙ্কারিতে টাকা হারানো মানুষদের জন্য এল স্বস্তির খবর। কেন্দ্র সরকার প্রায় ৫১৫ কোটি টাকা আদালতের দ্বারা গঠিত কমিটির হাতে তুলে দিয়েছে।
আরও পড়ুন : স্মার্টফোনের এই ৭ টিপস না জানলে বিপদ, কমতে পারে ডিভাইসের জীবন
Wb Chit Fund Refund
এই কমিটি সেই সব মানুষদের টাকা ফেরত দেবে, যারা রোজ ভ্যালি কোম্পানিতে বিনিয়োগ করে প্রতারিত হয়েছিলেন।
এই কমিটির দায়িত্বে আছেন প্রাক্তন বিচারপতি দিলীপকুমার শেঠ। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী তার হাতে এই টাকার ডিমান্ড ড্রাফট তুলে দেন। ইডি-র ডিরেক্টর রাহুল নবীন-ও সেখানে উপস্থিত ছিলেন।
সরকার জানিয়েছে, ২০১৫ থেকে ২০১৭ সালের মধ্যে ইডি মোট ২৯৮৭টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এই টাকা জব্দ করেছিল। এবার সেই টাকা আমানতকারীদের ফেরত দেওয়ার কাজ শুরু হয়েছে।
এ পর্যন্ত ৩১ লক্ষের বেশি অভিযোগ জমা পড়েছে, আর এই টাকা ফেরতের জন্য প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ অপেক্ষা করছেন। আগেও কমিটির হাতে ২২ কোটি টাকা দেওয়া হয়েছিল, যাতে ৩২ হাজারের মতো মানুষ তাদের টাকা ফিরে পেয়েছিলেন।
এছাড়াও, রোজ ভ্যালি কোম্পানির অনেক জমি, বাড়ি, গাড়ি ও অন্যান্য সম্পত্তি ইডি জব্দ করেছে। এই সব সম্পত্তির বাজারদর এখন দুই হাজার কোটি টাকারও বেশি। এই সম্পত্তি বিক্রি করেও টাকা তুলে আনা হবে এবং আরও মানুষকে টাকা ফেরত দেওয়া হবে।
এই পদক্ষেপে অনেক সাধারণ মানুষ আশা ফিরে পাচ্ছেন। অনেকেই তাদের সঞ্চিত টাকা হারিয়ে ভেঙে পড়েছিলেন। এখন ধাপে ধাপে টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া শুরু হওয়ায় তারা কিছুটা স্বস্তি পাচ্ছেন।