সব ATM-এ থাকবে ১০০ ও ২০০ টাকার নোট ! RBI-র নয়া নির্দেশিকা

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সাধারণ মানুষ যাতে ৫০০ টাকার পরিবর্তে ছোট মূল্যের নোট তুলতে পারে, তার জন্য দেশের শীর্ষ ব্যাংক ভারতীয় রিজার্ভ ব্যাংক (Reserve Bank) বড়সড় সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে, সমস্ত ব্যাংককে বাধ্যতামূলকভাবে তাদের এটিএমে ১০০ টাকা এবং ২০০ টাকার নোট রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

কী নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক?

২৯ এপ্রিল সোমবার প্রকাশিত একটি অফিসিয়াল সার্কুলারে আরবিআই জানিয়েছে, দেশের প্রতিটি ব্যাংক এবং হোয়াইট লেভেল এটিএম নিয়ন্ত্রক সংস্থাকে এবার এটিএম-এ পর্যাপ্ত ১০০ টাকা ও ২০০ টাকার নোট রাখতে হবে।

আরও পড়ুন : হার্ট অ্যাটাকের আগে ৭টি সংকেত দেয় আমাদের শরীর, বুঝতে পারলে জীবন বাঁচবে

যাতে গ্রাহকরা যখন এটিএম থেকে টাকা তুলতে যাবেন, তখন যেন শুধুমাত্র ৫০০ টাকার নোট নয়, বরং ছোট মূল্যের নোট পান। এমনকি সার্কুলারে পরিষ্কার বলা হয়েছে, ব্যাংকগুলোকে দ্রুত নির্দেশ মানতে হবে এবং পরিকাঠামোগত ব্যবস্থা গড়ে তুলতে হবে।

দুই ধাপে সময় ঠিক করল রিজার্ভ ব্যাংক

যদিও এই রূপান্তর রাতারাতি নয়। এর জন্য সময়ও বেধে দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। প্রথমত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে দেশের অন্তত ৭৫ শতাংশ এটিএম-এ ১০০ টাকাও ২০০ টাকার নোট রাখা হবে। আর ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে ৯০ শতাংশ এটিএম এমনভাবে, থাকবে যাতে শুধুমাত্র ১০০ টাকা ও ২০০ টাকার নোট বের হবে।

হোয়াইট লেবেল এটিএম কী? 

আমরা অনেক সময় ব্যাংকের নাম ছাড়া কিছু এটিএম দেখি। যেমন Tata Indicash, Muthoot ATM ইত্যাদি। আর এগুলিই হোয়াইট লেভেল এটিএম নামে পরিচিত, যেগুলি পরিচালনা করে কোন নন ব্যাংকিং প্রতিষ্ঠান। রিজার্ভ ব্যাংক জানিয়েছে, এই ধরনের এটিএম এর ক্ষেত্রে ওই একই নির্দেশিকা কার্যকর হবে।

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন