‘সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না’, ইউনূসের পদত্যাগের সম্ভাবনা নাকচ করে মন্তব্য ঘনিষ্ঠ উপদেষ্টার

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : মুহাম্মদ ইউনূসের পদত্যাগের জল্পনাকে ‘নাটক’ বলেছিল বিরোধী রাজনৈতিক দলগুলোর একাংশ। এবার কার্যত সেটাই প্রমাণ করলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ  উপদেষ্টা, তথা ইউনূসের (Muhammad Yunus) ঘনিষ্ঠ সহকারী ফয়েজ আহমেদ। তিনি একটি সোশ্যাল মিডিয়ায় দীর্ঘ পোস্টে দাবি করেন, ‘মুহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন না’ সেই পোস্টে সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘সেনাবাহিনীও রাজনীতিতে নাক গলাতে পারবে না। আজকের দুনিয়ায় কোনও সভ্য দেশের সেনাবাহিনী রাজনীতি করে না। তাই ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বক্তব্যে সেনাপ্রধান জুরিশডিকশনাল কারেক্টনেস রক্ষা করতে পারেননি।’ফয়েজের বক্তব্যকেই যখন সরকারের বক্তব্য ধরে নিয়ে সংবাদমাধ্যমে প্রচার শুহু হয়ে যায় তখন তিনি ওই পোস্ট ডিলিট করে জানান, এটি তাঁর ব্যক্তিগত মতামত ছিল। তবে পোস্টে সেনাবাহিনীকে বিঁধেছেন ফয়েজ। বুধবার ঢাকায় থাকা সেনা আধিকারিকদের নিয়ে ‘দরবার’–এ তিনি জানিয়েছিলেন, বাংলাদেশে ‘ফ্রি–ফেয়ার–ইনক্লুসিভ’ ভোটের মাধ্যমে সরকার নির্বাচন চান তিনি।

আরও পড়ুন : ঝুঁকি ছাড়াই বেশি রিটার্ন পেতে চান ? পোস্ট অফিসের এই স্কিমগুলিতে বিনিয়োগ করুন

প্রসঙ্গত, সেনাপ্রধান ওয়াকার উজ জামান মঙ্গলবার বলেছিলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। সেনাপ্রধানের এই বক্তব্যের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন, ফয়েজ। অন্যদিকে সরকারি তরফে বাংলাদেশের সেনাপ্রধানকে অপসারণের তৎপরতাও শুরু হয়েছে বলে জানা গেছে।  যদিও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর সতর্কবাণী, ‘সেনাবাহিনীকে প্রাপ্য সম্মান দেখাতে হবে, আস্থায় রাখতে হবে।  সেনাবাহিনী প্রশ্নে হুট করে কিছু করা যাবে না, হঠকারী কিছু করা যাবে না। তেমনি, আওয়ামি লিগের পুনর্বাসনও চাওয়া যাবে না। বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব এবং আস্থার জায়গা, সেটা কেউ ভঙ্গ করবে না।’

আরও পড়ুন : যৌন সমস্যায় সন্তানহীনতা ? স্থায়ী সমাধান হোমিওপ্যাথি চিকিৎসা

আরও পড়ুন : ‘অপারেশন সিঁদুর’এর সাফল্য এবার পৌঁছোবে বিশ্বের দরবারে !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন