সময় অপচয় করছেন মাস্ক, আমেরিকায় তৃতীয় দল গঠন ‘হাস্যকর’, কটাক্ষ ট্রাম্পের 

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : শনিবারই ‘আমেরিকা পার্টি’ নামে নতুন দল গঠন করেছে ইলন মাস্ক। একদা বন্ধু মার্কিন ধনকুবের আমেরিকায় তৃতীয় দল গঠন করায় ভালো চোখে দেখেনি প্রেসিডেন্ট ট্রাম্প। আমেরিকায় উন্নয়নের বার্তা দিয়ে ইতিমধ্যেই ময়দানে নেমে পড়েছেন টেসলা ও স্পেসএক্স-এর কর্ণধার মাস্ক। মাস্কের দল গঠন হাস্যকর বলে কটাক্ষ করেছেন ট্রাম্প।

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

ট্রাম্প-মাস্কের দূরত্বের বিভিন্ন জল্পনা ক’দিন ধরেই চলছিল। বিভিন্ন বিষয়ে ট্রাম্প-মাস্কের মতবিরোধ প্রকাশ্যে এসেছে। এই বিরোধ চরম আকার নিতেই ট্রাম্পকে শায়েস্তা করতে মাস্ক আমেরিকায় নতুন রাজনৈতিক দল গঠন করতে পারেন বলে একটা জল্পনা ছিল। এবার সেই জল্পনায় জল ঢাললেন মার্কিন ধন কুবের। শনিবার এক্স হ্যান্ডেলে ঘোষণা করেন, ‘আমেরিকা পার্টি’-র। সেখানেই তিনি উল্লেখ করে দেন, আমেরিকা পার্টি গঠনের কারণও। জানান, বর্তমান মার্কিন রাজনৈতিক ব্যবস্থা একদলীয়তন্ত্রে পরিণত হয়েছে। ডেমোক্র্যাট এবং রিপাবলিকান উভয়ই মিলে দেশের সম্পদ নষ্ট করছে। তাই নতুন দলের প্রয়োজন রয়েছে।

মাস্কের দল গঠন নিয়ে কটাক্ষ করতে ছাড়লেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার নিউ জার্সি থেকে এয়ার ফোর্স ওয়ানে ওয়াশিংটন ফিরতেই আমেরিকার প্রেসিডেন্ট বলেন, ‘আমেরিকায় দ্বিদলীয় ব্যবস্থা রয়েছে। সেখানে তৃতীয় দল গঠন করা একতা হাস্যকর বিষয়। এই দেশে কখনই তৃতীয় দল সফল হয়নি। তবে মাস্ক নিজের দলকে দাঁড় করাতে চেষ্টা করতেই পারে। কিন্তু এতে লাভের লাভ কিছুই হবে না, বরং এটা সময়ের অপচয়।’

মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টও মাস্ককে কটাক্ষ করে বলেন, ‘আমি মনে করি মাস্কের কোম্পানিগুলোর বোর্ড চান, তিনি যেন ফের কাজে মন দেন। রাজনীতিতে নাক না গলানোই ভাল।’

মাস্কের দল গঠন প্রসঙ্গে রাজনৈতিক মহল মনে করছে, ২০২৬ সালের নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় মাথাব্যথার কারণ হয়ে উঠতে পারে আমেরিকা পার্টি। যদিও ট্রাম্প অবশ্য এনিয়ে উত্তর দিতে নারাজ।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন