সম্পর্ক নিয়ে টানাপোড়েনে আছেন ? মেনে চলুন কিছু গুরুত্বপূর্ণ তথ্য

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব চক্রবর্তী :- সম্পর্ক নিয়ে টানাপোড়েনে আছেন ? প্রত্যেকের নিজস্ব মতামত রয়েছে। সেই বিভিন্ন মতামত, ধারণা, বিশ্বাস এসব নিয়েই তৈরি হয় সম্পর্ক। যত বেশি কথা, ভাবনা আদান প্রদান হয় তত বেশি দৃৃঢ় হয় সম্পর্কের ভিত্তি। তবে সব সম্পর্ক মাত্রই সমস্যা আসে।

relationship

কিন্তু প্রতিদিন ঝামেলা, অবিশ্বাস, অশান্তি এসব মোটেও ভালো লক্ষণ নয়। আর এই ঝামেলা অশান্তিতে কিন্তু দুই জনের সমান দোষ থাকে বা ভুল বোঝাবুঝি। মানুষ মাত্রেই ভুল হয়। সেই হিসেবে প্রথম থেকেই সম্পর্কে কিছু না কিছু আমরা চাপিয়ে দেওয়ার চেষ্টা করি। যার ফলে নিজেদের সম্পর্কে তিক্ততা আসে। কিন্তু বাস্তব সমস্যা বিবেচনা করে

বেশ কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর তাই রইল আপনাদের জন্য —–

১. জোর করে কোনও কিছু চাপিয়ে দেবেন না বা জুলুম করবেন না। বরং যিনি যেমন তাঁকে সেভাবেই থাকতে দিন। সেভাবেই বেড়ে উঠতে দিন। সমস্যা হলে নিজেদের মধ্যে আলোচনা করে নিন। কাউকে দেখেছেন বলে সেটা আপনাকে বা আপনার সঙ্গীকে করতেই হবে বিষয়টা কিন্তু এরকম নয়।

২. বন্ধুদের কথায় কখনই বেশি পাত্তা নয়। কারণ বন্ধু মাত্রই যে আপনার ভালো চাইবে এমন নয়। আপনি যদি সঙ্গী সম্বন্ধে কোনও দুর্বলতার কথা বলেন তাহলে তাঁরা সেটিকেই হাতিয়ার করে নেন। ফলে সেখান থেকে সম্পর্কে সমস্যা আসতে বেশি সময় লাগে।

আরো পড়ুন :- বছর ঘুরতেই ফের বাড়ছে করোনা সংক্রমণ ! কী কী সাবধানতা মেনে চলবেন

৩. প্রেমে করছেন বলে দুদিন পরেই যে বিয়ে করতে হবে এমন কিন্তু নয়। বরং ধীয়ে ধীরে এগোন। একে অপরকে বুঝুন। একসঙ্গে সময় কাটান। তবেই জমে উঠবে বিশ্বাস। একে অপরকে চিনতেও সময় লাগে।

#Life_Style #Relation

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন