সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি ভারত-পাকিস্তান ! দাবি ট্রাম্পের

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : সম্পূর্ণ যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ভারত ও পাকিস্তান। এমনটাই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একথা জানিয়েছেন তিনি। ট্রাম্পের দাবি, আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর যুদ্ধবিরতিতে সম্মতি জানিয়েছে দুই দেশ।

আরও পড়ুন : গরমে স্বস্তির নিঃশ্বাস ‘মিস্ট গার্ডেন’, শহরে কোথায় রয়েছে এই বাগান? জেনে নিন

এদিন নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লেখেন, ‘আমেরিকার মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি, যে ভারত এবং পাকিস্তান অবিলম্বে পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বাস্তবজ্ঞান এবং অসাধারণ বুদ্ধিমত্তার সদ্ব্যবহার করার জন্য দুই দেশকে অভিনন্দন। এই বিষয়ে (যুদ্ধবিরতি) মনোযোগ দেওয়ার জন্য আপনাদের ধন্যবাদ!’

এদিকে, ট্রাম্পের পোস্টের পর যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ভারতীয় বিদেশসচিব বিক্রম মিস্রিও। সাংবাদিক বৈঠকে তিনি জানান, আজ বেলা ৩টে ৩৫ মিনিটে দুপক্ষের মধ্যে আকাশ, জল এবং স্থলপথে সম্পূর্ণরূপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিকেল ৫টা থেকেই দুদেশের মধ্যে সংঘর্ষবিরতি শুরু হয়েছে। পাকিস্তানের বিদেশমন্ত্রী ইশাক দারও সোশ্যাল মিডিয়ায় যুদ্ধবিরতির কথা ঘোষণা করেছেন।

আরও পড়ুন : জম্মু-কাশ্মীরে গোলাবর্ষণ, পালটা পাকিস্তানের চারটি এয়ারবেস ধ্বংস করল ভারত

আরো পড়ুন : গর্বে বুক ভরে যাবে INS বিক্রান্তের সক্ষমতার কথায়, সমুদ্রের অতন্দ্র প্রহরী – অতীত ও বর্তমান

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন