Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরকারি কর্মীদের জন্য সুখবর। অষ্টম বেতন কমিশন চালু হলে সরকারি কর্মীদের এক ধাক্কায় বেতন বাড়বে ৩০ থেকে ৪০ শতাংশ। বাড়বে পেনশনও। এমনটাই মনে করছে অ্যাম্বিট ক্যাপিটেল। ৯ জুলাই বুধবার এই নিয়ে ব্রোকারেজ একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য অষ্টম বেতন কমিশন চালু হলে ১.১২ মিলিয়ন কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগী উপকৃত হবেন। এই হারে বেতন বাড়লে ব্যয়ও বাড়বে বলে মনে করছে ওই সংস্থা।
ব্রোকারেজের বিশ্বাস, অষ্টম বেতন কমিশন চালু হওয়ার জেরে একাধিক সেক্টরের উন্নতি হবে। আয় বাড়বে। সেগুলোর মধ্যে রয়েছে, যাত্রিবাহী পরিবহন, ব্যাঙ্কিং সেক্টর, খাদ্য উৎপাদনের মতো শিল্প। তবে এই সেক্টরগুলোর চাহিদা কতখানি বাড়বে তা অনেকটা নির্ভর করবে বেতন কতটা বাড়ছে তার উপর। ফিটমেন্ট ফ্যাক্টরও এক্ষেত্রে ওই সেক্টরগুলোর ভবিষ্যতের নির্ধারক হতে পারে। প্রতিবেদনে প্রকাশ, সরকারি কর্মীদের বেতন বাড়লে বিভিন্ন ক্ষেত্রের ব্যবসায় এককালীন ব্যয় বাড়বে। অ্যাম্বিট ক্যাপিটেলের প্রত্যাশা, ছোটো বড় সব ক্ষেত্রেই কর্মীদের বেতন বাড়তে পারে ১৪ থেকে ৫৪ শতাংশ।
আরও পড়ুন:- দুবাইতে স্থায়ীভাবে বসবাস অনেকটাই সহজ হয়ে গেল! কি সুবিধা ঘোষণা করল UAE সরকার ? জানুন
প্রতিবেদনে প্রকাশ, বেতন বৃদ্ধির জেরে১.৩ লক্ষ কোটি টাকার নয়া আর্থিক সংস্থানের প্রয়োজন হবে। এতে সরকারেরও লাভ হবে। জিএসটি খাতে আয় বাড়বে। এছাড়াও খাদ্য সামগ্রী, গাড়ির মতো শিল্পের চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকবে। সেজন্য সরকারকে আগে থেকে পরিকল্পনা করে এগোতে হবে।
এর আগে সপ্তম বেতন কমিশনে প্রায় ১৪% বেতন বৃদ্ধির সম্ভাবনাকে বাস্তবায়িত করেছিল। যা ১৯৭০ সালের পর ছিল সবথেকে কম। ২০১৬ সালে গঠিত হয়েছিল সপ্তম পে কমিশন। এবার তার ১০ বছর পর ২০২৬ সালে গঠিত হবে অষ্টম বেতন কমিশন।
প্রতিবেদনে প্রকাশ,বর্তমানে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। যা সংশোধন করে করা হতে পারে ৩.৬৮। হিসেব বলছে প্রতি মাসে ১৪ থেকে ১৯ হাজার টাকা মতো বাড়তি বেতন পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা।
আরও পড়ুন:- পোষা কুকুর বা বিড়াল আঁচড়ালেও কি ইনজেকশন নিতে হবে ? জেনে রাখা জরুরি