সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ নিয়ে বড় খবর ! অষ্টম বেতন কমিশনেই কি সমাধান ?

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বড় খবর রয়েছে, যা তাদের আর্থিক পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে। কোভিড-১৯ মহামারীর সময়ে আটকে থাকা ১৮ মাসের মহার্ঘ ভাতা (DA) এবং মহার্ঘ রিলিফ (DR) এর বকেয়া নিয়ে নতুন করে আশা জেগেছে। অষ্টম বেতন কমিশন (8th Pay Commission) গঠনের অনুমোদনের পর থেকেই এই আশা আরও জোরদার হয়েছে। আসুন, এই পুরো বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন : এসি টানা চালালেই ক্ষতি! কতক্ষণ চালানো সঠিক ?

কেন ডিএ বকেয়া রয়েছে?

২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস পর্যন্ত, অর্থাৎ মোট ১৮ মাসের জন্য কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ এবং ডিআর বৃদ্ধি স্থগিত রাখা হয়েছিল। এর মূল কারণ ছিল কোভিড-১৯ মহামারী, যার ফলে দেশের অর্থনীতিতে বিপুল চাপ সৃষ্টি হয়। এই আর্থিক সংকট সামাল দেওয়ার জন্য সরকার সেই সময়ে ডিএ-এর তিনটি কিস্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। যদিও ২০২১ সালের জুলাই মাস থেকে আবার ডিএ বৃদ্ধি চালু হয়েছে, কিন্তু ওই ১৮ মাসের বকেয়া এখনও পর্যন্ত কর্মীদের দেওয়া হয়নি।

সরকারের অবস্থান কী?

সরকারি কর্মী ইউনিয়নগুলির পক্ষ থেকে বারবার দাবি জানানো সত্ত্বেও কেন্দ্র সরকার এখনও পর্যন্ত বকেয়া ডিএ মেটানোর বিষয়ে ইতিবাচক কোনও ইঙ্গিত দেয়নি। সরকারের বক্তব্য, মহামারীর কারণে অর্থনীতির ওপর যে বিপুল চাপ সৃষ্টি হয়েছিল, তার ফলে ওই বকেয়া মেটানো সম্ভব নয়। সরকারের মতে, ওই সময়ে সাধারণ মানুষের জন্য বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে প্রচুর অর্থ ব্যয় করতে হয়েছে, তাই বকেয়া মেটানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন : সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি ? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ

আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন