Bangla News Dunia, দীনেশ :- ভারতের কৃষকদের জন্য বিরাট ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। হ্যাঁ, এবার তাকে ই-ন্যাশনাল অ্যাগ্রিকালচার মার্কেট (eNAM Scheme) স্কিমের আওতায় ভর্তুকি পেতে হলে এবার বাধ্যতামূলক আধার নাম্বার দিতে হবে। এমনটাই জানিয়েছে কৃষি এবং কৃষক কল্যাণ মন্ত্রক এক সরকারি বিবৃতিতে।
আরও পড়ুন:- এক এক করে জঙ্গিদের বাড়ি বোমায় উড়িয়ে দিচ্ছে নিরাপত্তা বাহিনী, জানতে বিস্তারিত পড়ুন
২১ এপ্রিল, ২০২৫ তারিখে জারি হওয়ায় বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়েছে, eNAM এর সুবিধা পেতে হলে এবার আধার নাম্বার জমা দিয়ে পরিচয়পত্র যাচাই করতে হবে। কারোর কাছে যদি আধার নাম্বার না থাকে, তাহলে তাকে প্রথমে আধার নাম্বারের জন্য আবেদন করতে হবে। তারপরেই এই স্কিমের সুবিধা পাওয়া যাবে।
আরও পড়ুন : ভারত VS পাকিস্তান, স্থল-জল-আকাশে কার কত ক্ষমতা ? বিস্তারিত জেনে নিন
কী এই eNAM স্কিম?
বেশ কিছু সূত্র বলছে, eNAM বা ইন ন্যাশনাল অ্যাগ্রিকালচার মার্কেট একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। এর মাধ্যমে কৃষকরা এক রাজ্য থেকে আরেক রাজ্যে কৃষিজাত পণ্য বিক্রি করতে পারে। আর এর মূল উদ্দেশ্য, দেশে একাধিক মান্ডির মধ্যে সংযুক্তি ঘটিয়ে কৃষি বাজারে স্বচ্ছতা, প্রতিযোগিতা এবং কৃষকদের আয় বাড়িয়ে তোলা।
সরকারের এই স্কিমের মাধ্যমে Warehouses Based Sale (WBS) এবং ই-নেগোশিয়েবল ওয়্যারহাউস রিসিপ্ট (eNWR) এর মাধ্যমে কৃষকদের বিকল্প বাজারে পৌঁছানোর পথ তৈরি করে দেওয়া হয়।
আরও পড়ুন:- সম্পূর্ণ বন্ধ বাণিজ্য! কত কোটির ক্ষতির মুখে প্রতিবেশী দেশ পাকিস্তান ? জেনে নিন
আধার আপডেট কেন বাধ্যতামূলক?
কেন্দ্র সরকার জানিয়েছে, আধার বাধ্যতামূলক করার মূল উদ্দেশ্য হল, সরকারি ভর্তুকি বিতরণের স্বচ্ছতা আনা, কৃষকদের পরিষেবা প্রদানের কার্যকরীতা আরও বাড়িয়ে তোলা এবং কেউ যেন একাধিকবার বা জাল পরিচয়পত্র দিয়ে এই প্রকল্পের সুবিধা না নিতে পারে, সেই ব্যবস্থা করা।
আরও পড়ুন:- পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সমর্থন, গ্রেফতার বিধায়ক । বিস্তারিত জানুন
কী কী সুবিধা পাবেন কৃষকরা?
eNAM প্রকল্পের আওতায় প্রতিটি মান্ডি পাবে এককালীন ৭৫ লক্ষ টাকা পর্যন্ত অনুদান। যেখানে ৩০ লক্ষ টাকা দেওয়া হবে কম্পিউটার হার্ডওয়ার ইন্টারনেট সংযোগ এবং পরীক্ষার যন্ত্রপাতির জন্য এবং ৪০ লক্ষ টাকা দেওয়া হবে ছাঁটাই, গ্রেডিং ও কম্পোস্টিং ইউনিট তৈরির জন্য। জানিয়ে রাখি, এই প্রকল্পে FPO গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর এতে ছোট কৃষকরা বৃহৎ বাজারে যুক্ত হতে পারবে।
আরও পড়ুন : বিদ্যুৎ বিল কমাতে সরকারের নতুন উদ্যোগ! কি সুবিধা হবে ? বিস্তারিত জেনে নিন
যাদের আধার নেই তাদেরকে কী করনীয়?
যাদের এখনও পর্যন্ত আধার কার্ড হয়নি তাদের জন্য সরকারের পরামর্শ, নিকটবর্তী কোন আধার এনরোলমেন্ট সেন্টারে গিয়ে নিজের নাম নথিভুক্ত করুন। নাম নথিভুক্ত হওয়ার পরেই আপনি এই প্রকল্পের সুবিধা পেতে পারবেন।