Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সরস্বতী পুজো দেখে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা প্রাণ কাড়ল চার জনের। রবিবার রাতে নদিয়ার করিমপুর থানার কানাইখালি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, একটি বাইকে একসঙ্গে চার জন যাচ্ছিলেন। কানাইখালি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে ধাক্কা মারে বাইকটি। গুরুতর আহত অবস্থায় চার জনকে নাজিপুর ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে দু’জনের মৃত্যু হয়। বাকি দু’জনকে শক্তিনগর জেলা হাসপাতালের স্থানান্তরিত করা হলে সেখানেই মারা যান।
পরিবার সূত্রে খবর, নিহতদের সকলেরই বয়স ১৬ থেকে ১৮ বছরের মধ্যে। রবিবার সরস্বতী পুজো উপলক্ষে তেহট্ট থেকে নাজিরপুরে ঠাকুর দেখতে গিয়েছিলেন তাঁরা। একটি বাইকেই দীপ মণ্ডল, সুমন মণ্ডল, মণীশ বিশ্বাস ও তন্ময় বিশ্বাস নামে চার জন ছিলেন।
লিপিকা বিশ্বাস নামে তাঁদের এক আত্মীয় জানান, রাত সাড়ে ৯টা নাগাদ বাইক নিয়ে চার জন বেরোন। রাত ১০টা নাগাদ দুর্ঘটনার খবর আসে। তড়িঘড়ি তাঁরা হাসপাতালে গিয়ে দেখেন, চার জনই মারা গিয়েছেন। একই পাড়ার চার তরতাজা ছেলের মৃত্যুর খবরে হতবাক সকলে। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের লোকজনও। একই বাইকে চার জন কী ভাবে উঠলেন, তা নিয়ে যেমন প্রশ্ন উঠেছে, একই সঙ্গে সকলের মাথায় হেলমেট ছিল কি না তা নিয়েও উঠছে প্রশ্ন।