সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন তৃণমূল বিধায়ক ! ভিডিও পোস্ট করে কৈফেয়ৎ চাইলেন শুভেন্দু

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : স্বাস্থ্যবিজ্ঞান বিশ্ব বিদ্যালয়ের সহকারী রেজিস্টার প্রলয় চক্রবর্তীকে লাথি মারছেন ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Debra MLA Humayun Kabir)! আর বিধায়কের মার মুখ বুঝে সহ্য করছেন রেজিস্টার! এক্স হ্যান্ডেলে এমন এক ভিডিও শেয়ার করে দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। স্বাভাবিকভাবেই এই ভিডিও সামনে আসতেই ঝড় উঠছে রাজ্য রাজনীতিতে।  

আরও পড়ুন : যে কোনও মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে? কেন এমন আশঙ্কা কেন্দ্রীয় মন্ত্রীর ? জানুন

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি সরকারি দপ্তরের ঘরে চেয়ারে বসে রয়েছেন হুমায়ুন কবীর। খানিক বাদেই সেখানে আসেন সহকারী রেজিস্টার প্রলয় চক্রবর্তী (Registrar)। বিধায়ককে দেখে কথাবার্তা সেরে নেন তিনি। এই কথোপকথন চলাকালীন আচমকা হুমায়ুন কবীর তাঁকে লক্ষ্য করে জুতো পায়ে লাথি মারেন। এরপর তড়িঘড়ি সেখান থেকে প্রলয়বাবু বেরোতে গেলে তাঁকে ঘুষি মারেন প্রাক্তন আইপিএস। সোমবার ভিডিওটি এক্স হ্যান্ডেলে পোস্ট করেন শুভেন্দু। সঙ্গে লেখেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সুশাসনের দৃষ্টান্ত এমনই হয়? স্বাস্থ্যবিভাগের অন্তর্গত একজন অফিসারকে প্রকাশ্যে মারধর করার পরও দপ্তরের নীরবতা সব কিছু বলে দিচ্ছে। অনুব্রত মণ্ডল এক পুলিশ অফিসারকে গালিগালাজ করেছিলেন। সেই ঘটনাও ধামাচাপা পড়ে যায়। এখানেও কি একইভাবে সব চেপে যাওয়ার অপেক্ষা? একজন হিন্দু আধিকারিক আক্রান্ত হয়েছেন বলে প্রশাসন চুপ করে আছে? যদি ঘটনাটি উলটো হতো, তা হলে কি প্রশাসন এমন নিশ্চুপ থাকত?’ তবে গোটা ঘটনা প্রসঙ্গে হুমায়ুন বলেন, ‘সবটা ফেক। আইনি পদক্ষেপ নেব।’

উল্লেখ্য, সম্প্রতি বোলপুর থানার আইসি লিটন হালদারকে কদর্য ভাষায় গালাগাল দিয়েছিলেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mandol)। সেই ঘটনায় অনুব্রতের বিরুদ্ধে তৃণমূল শীর্ষ নেতৃত্ব কোনও বড় পদক্ষেপ নেয়নি। আবার যাকে অনুব্রত এত কথা বললেন তিনিও কার্যত নীরব রইলেন। শুভেন্দুর ভিডিও অনুযায়ী এবার কাঠগড়ায় তৃণমূল বিধায়ক ও প্রাক্তন আইপিএস হুমায়ুন কবীর। যদি ভিডিও অনুযায়ী ঘটনাটি সত্যি হয়, তাহলে হুমায়ুনকে অনুব্রতের মতো দল ছেড়ে দেবে? নাকি কড়া পদক্ষেপ নেবে? সেই উত্তরের অপেক্ষায় রাজ্য রাজনীতি।

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন