সাইবার ক্রাইমে টাকা খুইয়েছেন? কোথায়-কীভাবে অভিযোগ জানালে সুরাহা মিলবে ? জানুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

cybercrime

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- নিত্য নতুন উপায়ে গ্রাহকদের প্রতারণা করে চলেছে সাইবার ক্রিমিনালরা। প্রায়দিনই শোনা যায়, এই প্রতারকদের পাল্লায় পড়ে জীবনের শেষ সঞ্চয়টুকু খুইয়ে ফেলছেন অনেকে। এমন বিপদে পড়লে কোথায় অভিযোগ দায়ের করবেন? কোথায় হবে FIR? সাইবার প্রতারণা নিয়ে বড় পদক্ষেপ করেছে লালবাজার। গোটা দেশে আগেই চালু হয়েছিল ই-জিরো এফআইআর (e-Zero FIR)। এবার তা শহরেও কার্যকর করার প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুলিশ। ইতিমধ্যেই পুলিশকর্মীদের তার প্রশিক্ষণ দেওয়াও শুরু হয়ে গিয়েছে।

কী এই e-Zero FIR?

হেল্পলাইন নম্বর বা সাইবারক্রাইম পোর্টালে সাইবার প্রতারণা সংক্রান্ত অভিযোগ এলে কীভাবে তা প্রসেসিং করতে হবে সে সংক্রান্ত প্রশিক্ষণই দেওয়া হচ্ছে পুলিশকর্মীদের। এবছরই দেশে চালু হয়েছে e-Zero FIR সিস্টেম। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে মে মাসেই এ সংক্রান্ত ঘোষণা করা হয়েছিল।

আরও পড়ুন:- রাজ্যের মেয়েদের 25,000 টাকা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা। জানুন কিভাবে আবেদন করতে হবে ?

কীভাবে দায়ের হবে FIR?

সাইবার প্রতারণার জেরে ১০ লক্ষ টাকার বেশি খোয়া গেলে কলকাতা পুলিশের দেওয়া হেল্পলাইন নম্বরে কল করলেই জিরো এফআইআর দায়ের হয়ে যাবে। সেই হেল্পলাইনের নম্বর ১৯৩০। এছাড়া সাইবারক্রাইম পোর্টালে অভিযোগ করলেও অটোমেটিক e-Zero FIR দায়ের হবে।

e-Zero FIR সিস্টেম এখনও পর্যন্ত চালু হয়েছে দিল্লিতে। কিন্তু দ্বিতীয় ধাপে কলকাতা, মুম্বইয়ের মতো মেট্রো শহরগুলিতেও তা চালু করা হবে। সে ব্যাপারে প্রস্তুতির জন্যই কলকাতা পুলিশের এই প্রশিক্ষণ। এ ব্যাপারে কলকাতা পুলিশের এক অফিসার বলেছেন, ‘নতুন সিস্টেম চালুর আগে সে ব্যাপারে প্রস্তুতির জন্য প্রশিক্ষণ চলছে। এই কাজের জন্য আমরা ডেডিকেটেড টিম তৈরি করছি।’ e-Zero FIR চালুর আগে সাইবার প্রতারণা সংক্রান্ত কোনও অভিযোগ দায়ের হলে FIR দায়েরের আগে প্রাথমিক তদন্ত করতেন পুলিশ অফিসাররা। কিন্তু ১০ লক্ষ টাকার বেশি অঙ্কের প্রতারণার ক্ষেত্রে এখন অভিযোগ এলে অটোমেটিক দায়ের হবে e-Zero FIR। তার পর তা সংশ্লিষ্ট সাইবারক্রাইম থানায় স্থানান্তরিত করা হবে। দেশে সাইবার প্রতারণার ঘটনা দিন দিন বেড়ে চলেছে। এই ধরনের অপরাধের মোকাবিলার জন্যই এই নতুন সিস্টেম চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন:- এক বছরে ৭৩৯% বৃদ্ধি, লগ্নি করতে পারেন এই ৭ পেনি স্টকে

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন