সাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, ভারী বৃষ্টিতে ভিজবে বাংলা। জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- বৃষ্টি পরিস্থিতির মধ্যেই নিম্নচাপের ইঙ্গিত বঙ্গের আবহাওয়ায় । ফলে চলতি সপ্তাহ তো বটেই, আগামী সপ্তাহতেও বৃষ্টিতে ভিজবে বাংলা । সপ্তাহের শুরুতেই নিম্নচাপ ঘনীভূত হচ্ছে সমুদ্রে ।

আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার জন্ম হতে পারে নিম্নচাপের । যার জেরে বুধবার দুই 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে । নিম্নচাপটি বৃহস্পতিবার নাগাদ শক্তি বাড়িয়ে উত্তর বঙ্গোপসাগরের দিকে এগোবে । ফলে বঙ্গে বর্ষা প্রবেশের আগে নিম্নচাপের হাত ধরে ভারী বৃষ্টির হাতছানি । যা পুরো সপ্তাহটা ধরেই চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস । এদিকে আরব সাগরের উপরে ক্রমশ ঘনীভূত হচ্ছে নিম্নচাপ । যেটি উত্তরমুখী হয়ে গভীর নিম্নচাপ এবং পরে আরও শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে ।

আরও পড়ুন:- ইউরিক অ্যাসিডের মাত্রা অনেক বেড়েছে? এসব ড্রিঙ্কে জব্দ হবে

  • দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস :

হাওয়া অফিসের পূর্বাভাস মতো আজ শুক্রবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দুই 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বওয়ার সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই আজ ঝড়বৃষ্টি হতে পারে । আজ দিনের আকাশ মেঘলা থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 এবং 27 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।

  • উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস :

আজ শুক্রবার ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে সব জেলাতেই । শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি ও হালকা ঝোড়ো হাওয়া চলবে । দার্জিলিং-সহ পার্বত্য ও সংলগ্ন এলাকায় ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ।

  • বিগত দিনের তাপমাত্রার রেকর্ড :

বৃহস্পতিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 3.6 ডিগ্রি নিচে । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 22.4 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 4.5 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 98 এবং সর্বনিম্ন 61 শতাংশ । বৃষ্টিপাত হয়েছে 38 মিলিমিটার । এর ফলে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমে গিয়েছে বেশ কিছুটা ।

আরও পড়ুন:- জি-মেল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে? কী ভাবে বুঝবেন? জেনে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন