Bangla News Dunia, দীনেশ :- নদিয়ায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৬ জনের। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটে কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়কের মহিষবাথান মাঠ এলাকায়। যদিও নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ তদন্ত করছে।
আরও পড়ুন:- প্রায় বারো হাজার শূন্যপদে নিয়োগ করছে এনটিপিসি, বেতন ৩৫,৪০০ টাকা। শীঘ্রই আবেদন করুন
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল সাতটা নাগাদ কৃষ্ণনগর-করিমপুর রাজ্য সড়ক দিয়ে কলকাতার দিকে যাচ্ছিল একটি ছোটগাড়ি। তাতে সবমিলিয়ে ৬ জন ছিলেন। সেই সময় মহিষবাথান মাঠ এলাকায় কলকাতাগামী দ্রুতগতির একটি বেসরকারি যাত্রীবাহী বাস ছোটগাড়িতে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই বেশি ছিল যে ছোটগাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় গাড়ির সমস্ত যাত্রীর।
আরও পড়ুন:- ভারতের কঠোর পদক্ষেপে বাংলাদেশের ক্ষতি ৯৩৬৭ কোটি টাকা, বিস্তারিত জেনে নিন
এদিকে, সাতসকালে বিকট শব্দ শুনে দুর্ঘটনাস্থলে আসেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিকভাবে তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। খবর দেওয়া হয় করিমপুর থানায়। পরে পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে আসেন। মৃতদের পরিচয় এখনও জানা যায়নি। অন্যদিকে, বাসের কয়েকজন যাত্রীও অল্পবিস্তর জখম হয়েছেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:- প্রস্টেট ক্যান্সার বাড়ছে, এই মারণ রোগের উপসর্গ কী? এক ক্লিকে জেনে নিন