‘সাধারণ নাগরিকের এতটুকুও ক্ষতি হয়নি’, সংবেদনশীলতা ও মানবিকতার জন্য সেনাকে কুর্নিশ রাজনাথের

By Bangla News Dunia Dinesh

Published on:

Hh

Bangla News Dunia, Pallab : পাকিস্তানে সামরিক অভিযান চালিয়ে ৯টি জঙ্গিঘাঁটি নিকেশ করেছে ভারত। মৃত্যু হয়েছে প্রায় শতাধিক জঙ্গির। গুঁড়িয়ে গিয়েছে জইশ ই মহম্মদ, লস্কর এ তৈবা, হিজবুল মুজাহিদিনের জঙ্গিঘাঁটি ও প্রশিক্ষণকেন্দ্র। নিখুঁত কায়দায় টার্গেট ঠিক করে মিসাইল দিয়ে এই সব ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারত।  এই অভিযানের পর  সাংবাদিক সম্মেলনে রাজনাথ সিং (Rajnath Sing) জানিয়েছেন, পাকিস্তানের কোনও সাধারণ নাগরিকের এতটুকুও ক্ষতি হয়নি।  সর্বোচ্চ সতর্কতা ও সংবেদনশীলতার জন্য সেনাকে সাধুবাদ জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এই সংবেদনশীলতা ভারতই দেখাতে পারে বলে জানিয়েছেন তিনি। রাজনাথ বলেন ‘সেনাবাহিনী শুধু তাদেরই মেরেছে, যারা আমাদের নিরপরাধ মানুষকে মেরেছে।” অনেক ভেবেচিন্তে এই অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।

আরো পড়ুন : মাধ্যমিক পরীক্ষা ২০২৬ দিনক্ষণ ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ, জেনে নিন পরীক্ষার দিনক্ষণ

উল্লেখ্য,  ২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ের বৈসরন ভ্যালিতে জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছিলেন ২৬ জন পর্যটক। বেছে বেছে হিন্দুদের মারা হয়েছিল। তার পর থেকেই প্রতিশোধের দাবিতে উত্তাল গোটা দেশ। এই হামলার পেছনে পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর একের পর এক পদক্ষেপ করা হয় পাকিস্তানকে কোনঠাসা করতে। বাতিল করা হয় সিন্ধু জলচুক্তি, বন্ধ করা হয় ওয়াঘা আটারি সীমান্ত, পাক বিমানের জন্য ভারতের আকাশসীমাও বন্ধ করা হয়। কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রেও পাকিস্তানকে চাপে ফেলার উদ্যোগ নেয় ভারত।

সব শেষে সামরিক অভিযান চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়। হত্যাকাণ্ডের উচিত জবাব দিতে বারবার বৈঠক করেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ কেন্দ্রীয় নেতৃত্বরা। এরপর গতকাল রাতে পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে হামলা চালায় ভারত।

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন