সামান্য আম পাড়া নিয়ে বচসা, নাবালিকাকে গণধর্ষণ করে খুন !

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শিশুসুলভ মনে বাগানে আম পাড়তে গিয়েছিল মেয়েটি ৷ সেখানে বচসায় জড়িয়ে পড়ে 5 যুবকের সঙ্গে ৷ এরপর ভয়াবহ পরিণতি ৷ গণধর্ষণ করে হত্যা করা হয়েছে 11 বছরের নাবালিকাকে ৷ তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য দেহটিকে একটি নির্মীয়মাণ বাড়ির সামনে ঝুলিয়ে দেওয়া হয় ৷ হাড়হিম ঘটনাটি ঘটেছে বিহারের সীতামঢ়ী জেলায় ৷ ঘটনার 24 ঘণ্টার মধ্যে 5 অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷

নিখোঁজ নাবালিকা

সীতামঢ়ীর এসপি অমিত রঞ্জন জানান, গত 31 মে থেকে নিখোঁজ ছিল নাবালিকা ৷ তদন্ত শুরুর পর নানপুর থানা এলাকার নির্মীয়মাণ বাড়ির সামনে একটি গাছ থেকে ঝুলন্ত অবস্থায় নাবালিকার দেহটি উদ্ধার করা হয় ৷ এরপর ময়নাতদন্তের জন্য দেহটি হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনার তদন্তের জন্য সিটও গঠন করা হয়েছে বলে জানান তিনি ৷

সীতামঢ়ীর এসপি বলেন, “অভিযুক্ত সত্যম কুমার, হর্ষবর্ধন কুমার, রবি কুমার এবং অজিত কুমারকে গ্রেফতার করা হয়েছে ৷ প্রথমে বাগানে আম পাড়া নিয়ে অভিযুক্তদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিল মৃত নাবালিকা ৷ এরপর তাকে গণধর্ষণ করে খুন করা হয় ৷ অভিযুক্তদের দ্রুত শাস্তি দেওয়া হবে ৷”

বাগানেই গণধর্ষণ করা হয় নাবালিকাকে

এসপি জানিয়েছেন, ঘটনাস্থলে তল্লাশির সময় সেখানে বেশ কয়েকটি আম পড়তে থাকতে দেখেন তদন্তকারী পুলিশের দল ৷ এমনকী, ঘাসের উপর ভারী বস্তু টেনে নিয়ে যাওয়ার মতো চিহ্ন নজরে পড়ে তাঁদের ৷ সেই চিহ্ন দেখে নিকটবর্তী একটি আমের বাগানে পৌঁছয় পুলিশের দল ৷ বাগানের মালিকের সঙ্গে কথা বলেন তাঁরা ৷

পুলিশি জেরায় বাগান মালিকের ছেলে জানান, এই ঘটনার সঙ্গে 5 যুবক জড়িত রয়েছে ৷ তিনি জানান, নাবালিকাটি আম পাড়ছিল ৷ সেই সময়, অভিযুক্ত 5 যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে সে ৷ এরপর তারা নাবালিকাকে মারধর করে এবং তারপর তাকে বাগানে নিয়ে গিয়ে কাণ্ডটি ঘটায় ৷ সেই তথ্য পাওয়ার পর 5 যুবককে গ্রেফতার করে পুলিশ ৷ জেরায় ঘটনার কথা স্বীকার করে নেয় ধৃতরা ৷

আরও পড়ুন:- আচমকাই অর্থ দফতরে সারপ্রাইজ ভিজিট মুখ্যমন্ত্রী মমতার , কেন ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন