সারা জীবন ধরে মিলবে ১,৪২,৫০০ টাকা করে পেনশন ! সেরা স্কিম নিয়ে এল LIC

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : ভবিষ্যতের জন্য নিশ্চিন্ত থাকতে সবাই চায়। কারণ চাকরি থেকে অবসর নেওয়ার পর নিয়মিত আয়ের উৎস না থাকলে চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। আর সেই দিক থেকে LIC-এর নিউ জীবন শান্তি প্ল্যান (LIC Plan) হয়ে উঠতে পারে সাধারণ মানুষের জন্য অর্থনৈতিক নিরাপত্তার মূল ভরসা।

আসলে এই স্কিমটি এমন একটি পরিকল্পনা, যেখানে মাত্র একবার টাকা বিনিয়োগ করলেই আজীবন পেনশন পাওয়া যায়। হ্যাঁ, এমনকি প্রতিবছর ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা পর্যন্ত পেনশন মেলে। তাও মাসে প্রায় ১১,৪০০ টাকা করে দাঁড়ায়।

আরও পড়ুন : সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি ? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ

LIC-এর নতুন প্ল্যান সম্পর্কে

নিউ জীবন শান্তি প্ল্যান হলো LIC-এর একটি নন-লিঙ্কড, সিঙ্গেল প্রিমিয়াম, ডিফার্ড অ্যানুইটি প্ল্যান। অর্থাৎ, আপনি এখানে একবার টাকা জমা দেবেন এবং নির্দিষ্ট সময় পর আপনি পেনশন পাওয়া শুরু করবেন। আর এই পেনশন চলবে আপনার মৃত্যুর দিন পর্যন্ত। জানিয়ে রাখি, এই স্কিমে রয়েছে দুটি ভিন্ন বিকল্প – সিঙ্গল লাইফ অ্যানুইটি এবং জয়েন্ট লাইফ অ্যানুইটি।

সিঙ্গেল লাইফ প্ল্যান কী? 

যদি আপনি একা বিনিয়োগ করেন এবং এই পরিকল্পনা বেছে নেন, তাহলে আপনি ডিফারমেন্ট পিরিয়ড শেষে আজীবন ধরে পেনশন পাবেন। আর আপনার মৃত্যুর পর আপনার নমিনি বিনিয়োগের পুরো টাকা পেয়ে যাবে।

জয়েন্ট লাইফ প্ল্যানের সুবিধা কী? 

এখানে আপনি আপনার জীবনসঙ্গী বা পরিবারের অন্য কোনও সদস্যের সঙ্গে যৌথভাবে মিলে পলিসি কিনতে পারেন। আর এই পেনশন শুরু হবে আপনার জীবিকা থাকা পর্যন্ত। এমনকি আপনি না থাকলে অপর ব্যক্তি আজীবন ধরে পেনশন পাবে।

কত টাকা বিনিয়োগ করতে হবে?

এই স্কিমে ন্যূনতম ১.৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়। এর বিনিময়ে বার্ষিক প্রায় ১২ হাজার টাকা করে পেনশন মেলে। অর্থাৎ, প্রতি মাসে ১০০০ টাকা দাঁড়ায়। আবার যদি কেউ বড় অঙ্কের বিনিয়োগ করতে চান, তাহলে পেনশনের পরিমাণ বাড়বে।

যদি কেউ ৪৫ বছর বয়সে এই স্কিমে ১০ লক্ষ টাকা এককালীন বিনিয়োগ করে এবং ১২ বছরের জন্য ডিফারমেন্ট পিরিয়ড বেছে নেয়, তাহলে তিনি পেতে পারে প্রতিবছর ১ লক্ষ ৪২ হাজার ৫০০ টাকা পেনশন, অর্থাৎ প্রতি মাসে ১১,৪০০ টাকা।

আরও পড়ুন : জানা গেল কবে প্রকাশ হবে ক্লার্ক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, অভিজ্ঞতার জন্য বিশেষ নম্বর

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন