সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন, চান্নির মন্তব্যে ফের অস্বস্তিতে কংগ্রেস

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, Pallab : পহলগামকে কেন্দ্র করে ভারত-পাকিস্তান চাপা উত্তেজনা চলছে। তারই মধ্যে সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তুলে ফের বিজেপির তোপের মুখে পড়ল কংগ্রেস। পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস সাংসদ চরণজিৎ সিং চান্নি শুক্রবার এক সাংবাদিক বৈঠকে পহলগাম কাণ্ডের কড়া জবাব দেওয়ায় কেন্দ্রের বিলম্ব নিয়ে প্রশ্ন তোলেন। সেইসময়ই তিনি ২০১৯ সালে পুলওয়ামা কাণ্ডের পর সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন : পিত্তথলির পাথরের লক্ষণ কি কি ? জানুন সঠিক কারণ

চান্নি বলেন, ‘কোথায় সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল সেটা আজ পর্যন্ত খুঁজে পেলাম না। সেইসময় কোথায় মানুষজন মারা গিয়েছিল, পাকিস্তানের কোথায় ঘটনাটি ঘটেছিল, কোথাও সার্জিক্যাল স্ট্রাইকের লেশমাত্র দেখতে পাইনি। কেউই এই ব্যাপারে কিছু জানেন না। আমি সবসময়ই প্রমাণ চেয়েছি।’ কংগ্রেস নেতার এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেছে বিজেপি। দিল্লির মন্ত্রী মনজিন্দর সিং সিরসার তোপ, ‘এয়ারস্ট্রাইকের প্রমাণ দেখার জন্য আপনার উচিত রাহুল গান্ধির সঙ্গে পাকিস্তানে যাওয়া। পাকিস্তান নিজেরাই বলেছিল সার্জিক্যাল স্ট্রাইকের ফলে তাদের প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। চরণজিৎ সিং চান্নির মন্তব্যে কংগ্রেস ও গান্ধি পরিবারের নোংরা মানসিকতার প্রতিফলন ঘটেছে। সেনাবাহিনীর মনোবল ভাঙার জন্য চেষ্টায় কোনও কসুর রাখেন না এই সমস্ত লোকজন।’

তোপ দেগেছেন বিজেপি সাংসদ সম্বিত পাত্রও। তাঁর কটাক্ষ, ‘বাইরে থেকে ওঁরা কংগ্রেস ওয়ার্কিং কমিটি (সিডব্লিউসি)। কিন্তু ভিতর থেকে ওঁরা পাকিস্তান ওয়ার্কিং কমিটি (পিডব্লিউসি)। পাকিস্তানি সন্ত্রাসবাদী এবং সেনাবাহিনীকে অক্সিজেন জোগানোর কোনও সুযোগই কংগ্রেস হাতছাড়া করতে চায় না।’ কংগ্রেস অবশ্য বিজেপির সমালোচনা গায়ে মাখেনি। পহলগাম কাণ্ডের জেরে পাকিস্তানকে কড়া জবাব দিতে বিলম্ব নিয়ে কেন্দ্রীয় সরকারকে পালটা নিশানা করেছেন চান্নি। তিনি বলেন, ‘পহলগামের হামলার পর ১০ দিন পেরিয়ে গিয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে ৫৬ ইঞ্চি ছাতি যাতে কিছু কাজ করে দেখান, মানুষ তার জন্য অপেক্ষা করছেন।’

আরও পড়ুন : পাকিস্তানের উপর ‘ডিজিটাল স্ট্রাইক’ জারি রেখেছে ভারত !

আরও পড়ুন : ওষুধ ছাড়াই অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে চান? জেনে নিন ঘরোয়া উপায়

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন